মেসির অনুপস্থিতিতে দুই গোলেই মায়ামিকে জেতালেন সুয়ারেজ
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১০:৪৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

লিওনেল মেসি ইনজুরির কারণে লিগস কাপের কোয়ার্টার ফাইনালে খেলতে পারেননি। তবুও জয়বঞ্চিত তার দল মায়ামি। কোয়ার্টার ফাইনালে মেক্সিকান ক্লাব টাইগ্রেসকে ২-১ গোলে হারিয়ে লিগস কাপের সেমিতে উঠেছে মায়ামি। মায়ামির হয়ে দুইটি গোলই করেছেন লুইস সুয়ারেজ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) লিগস কাপের কোয়ার্টার ফাইনালে মেসিকে ছাড়াই খেলতে নেমেছিল ইন্টার মিয়ামি। মেসি দলে না থাকায় প্রতিপক্ষের বিপক্ষে মায়ামি কেমন খেলবে তা নিয়ে সন্দেহ ছিল। তবে মেসির অভাব পূরণ করেছেন সুয়ারে। করেছেন জোড়া গোল, দলকে তুলেছেন লিগস কাপের সেমিফাইনালে।
ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ম্যাচের ২৩ মিনিটে প্রথম গোল করে মায়ামি। ডান পায়ের পেনাল্টি শুটে ডান পাশের নিচের কোণা দিয়ে বল জালে জড়িয়ে দেন উরুগুয়ে তারকা। ম্যাচের ৬৭ মিনিট পর্যন্ত ১-০ ব্যবধানেই এগিয়ে ছিল মায়ামি। এরপর সমতায় ফেরে টাইগ্রেস। মেক্সিকান ক্লাবটির হয়ে গোল করেন অ্যাঞ্জেল কোরিয়া।
সুয়ারেজ মায়ামির জয়সূচক গোলটি করেন ম্যাচের ৮৯ মিনিটে। এবারও পেনাল্টি থেকে গোল করেন তিনি। প্রথম পেনাল্টির মতো হুবহু শুট নেন উরুগুয়ে ফরোয়ার্ড। তাতে ২-১ ব্যবধানে জিতেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে মায়ামি।
এদিন প্রথমার্ধ শেষে লাল কার্ড দেখে ডাগআউট ছাড়তে হয় মায়ামির কোচ মাচেরানোও। প্রথমার্ধে বেঁধে দেয়া যোগ করা সময় শেষ হওয়ার পরও খেলা চালিয়ে যাওয়ায় অফিশিয়ালদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ার শাস্তি হিসেবে লাল কার্ড দেখেন মাচেরানো। দ্বিতীয়ার্ধে তার জায়গায় ডাগআউটে ছিলেন দলের সহকারী কোচ লিয়ান্দ্রো স্তিলিতানো।
আমার বার্তা/এল/এমই