ওয়াসিম আকরামের বিরুদ্ধে জুয়া ও বেটিং অ্যাপ প্রচারের অভিযোগ
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১১:৫২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

আইনি জটিলতার মুখে পড়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি বোলার ওয়াসিম আকরাম। তার বিরুদ্ধে অভিযোগ, বিদেশি অনলাইন বেটিং অ্যাপের প্রচার করেছেন তিনি। পাকিস্তানের ইলেকট্রনিক ক্রাইম অ্যাক্ট-২০১৬ অনুযায়ী তদন্ত শুরু হয়েছে তার বিরুদ্ধে।
ওয়াসিম আকরামের বিরুদ্ধে লাহোরে অভিযোগ দায়ের হয়েছে। মোহাম্মদ ফিয়াজ নামে এক ব্যক্তি ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সিতে অভিযোগ দায়ের করেছেন। আকরামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তিনি।
ফিয়াজের অভিযোগ, খেলার আড়ালে জুয়ার প্রচার করছেন দেশটির সাবেক অধিনায়ক। তার আরও অভিযোগ, ‘বাজি’ নামক একটি বিদেশি অনলাইন বেটিং সংস্থার প্রধান দূত আকরাম। পাকিস্তানের ইলেকট্রনিক ক্রাইম অ্যাক্ট-২০১৬ অনুযায়ী, আকরামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযোগ জানিয়েছেন ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সিকে।
সংবাদ সংস্থা পিটিআইকে ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সির এক কর্মকর্তা বলেছেন, 'তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আমরা ওয়াসিম আকরামের বিরুদ্ধে ব্যবস্থা নেব।' তবে এ ব্যাপারে আকরামকে এখনও কোনো নোটিশ পাঠাননি তদন্তকারীরা।
ইতিহাসের অন্যতম সেরা এই ফাস্ট বোলার পাকিস্তানের হয়ে টেস্ট ও ওয়ানডে মিলিয়ে ৪৫০'র বেশি ম্যাচ খেলেছেন। এই দুই ফরম্যাটে তার উইকেট ৯০০'র উপরে।
আমার বার্তা/এল/এমই