সিপিএলে বাজে সময় কাটছেই না সাকিবের

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১১:৫৮ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) একে একে চারটি ম্যাচ খেলে ফেললেন সাকিব আল হাসান। তবে কোনো ম্যাচেই বল কিংবা ব্যাট হাতে দ্যুতি ছড়াতে পারেননি টাইগার অলরাউন্ডার।

শনিবার (২৩ আগস্ট) গায়ানা অ্যামজন ওয়ারিয়র্সের বিপক্ষেও ব্যর্থ হয়েছেন তিনি। টাইগার অলরাউন্ডারের বোলিং-ব্যাটিং ব্যর্থতার দিনে অ্যান্টিগা এন্ড বার্বুডা ফ্যালকন্সও হেরেছে ৮৩ রানের বড় ব্যবধানে।
 
২১২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১৫.২ ওভারে সব কটি উইকেট হারিয়ে এদিন সাকিবদের দল থামে মাত্র ১২৮ রানে। এদিন রান তাড়ায় নেমে ৬৬ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে বসে অ্যান্টিগা। পাঁচে ব্যাট করতে নামেন সাকিব। প্রয়োজনের তুলনায় স্কোরকার্ডে পর্যাপ্ত রান থাকায় তখন রান তোলার চাপ ছিল না। দরকার ছিল একটি বড় জুটির। কিন্তু সাকিব ক্রিজে স্থায়ী হতে পারেননি। বুড়ো ইমরান তাহিরের লেগ স্পিনে পরাস্ত হয়ে স্টাম্পিংয়ের শিকার হন তিনি। ৭ বলে ১ ছক্কায় ৮ রানে থামে তার ইনিংস।
 
দলের বাকিরাও এদিন ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। সর্বোচ্চ ১৪ বলে ৩১ রানের ইনিংস খেলেছেন কারিমা গোরে। অ্যামাজনকে বড় জয় এনে দেওয়ার পথে বল হাতে একাই ঝলক দেখিয়েছেন ৪৬ বছর বয়সী ইমরান তাহির। ৪ ওভার বল করে ১ মেডেন দিয়ে ২১ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন তিনি।
 
তার আগে শাই হোপ ও শিমরন হেটমায়ারের ঝোড়ো ইনিংসের কল্যাণে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১১ রানের বড় পুঁজি পায় গায়ানা। হোপ ৫৪ বলে ৮২ আর হেটমায়ার ২৬ বলে ৬৫ রান করেন। এছাড়া ৮ বলে ২৫ রানের ক্যামিও ইনিংস খেলেন রোমারিও শেফার্ড। অ্যান্টিগার হয়ে এদিন ২ ওভার বল করে ১৬ রান দিলেও কোনো উইকেটের দেখা পাননি সাকিব।
 
পুরো আসরে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে মাত্র ১টি উইকেট নিয়েছেন তিনি। আর সবমিলিয়ে ব্যাট হাতে করেছেন ৩৯ রান।  

আমার বার্তা/এল/এমই