ক্রিকেট বোর্ডের ইতিহাসে এত নোংরামি আজ পর্যন্ত দেখি নাই: তামিম

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

মিরপুরে সংবাদ সম্মেলনে তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

মিরপুরের হোম অব ক্রিকেটে তো কতবারই এসেছেন তামিম ইকবাল। খেলা, অনুশীলন, সংবাদ সম্মেলন...মিরপুর স্টেডিয়ামের ২ নং গেট দিয়ে কতবারই তো ঢুকেছে এই বামহাতি উদ্বোধনী ব্যাটসম্যানের গাড়ী। এবারে খেলা নয়, তামিম হাজির হয়েছিলেন শুনানীর জন্য। আসন্ন বোর্ড পরিচালক নির্বাচনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক নিয়োজিত নির্বাচন কমিশন ১৫টি ক্লাবকে কাউন্সিলরশীপ দেয়নি দুর্নীতি দমন কমিশনের অভিযোগের ভিত্তিতে। সেই ১৫টি ক্লাবের একটি, গুলশান ক্রিকেট ক্লাবের ভাইস-চেয়ারম্যান হিসেবে বিসিবি কার্যালয়ে এসেছিলেন তামিম, অংশ নিয়েছেন শুনানীতে। আনুষ্ঠানিক কার্যক্রম শেষে তামিম সাংবাদিকদের জানিয়েছেন, আইনের উর্ধে গিয়ে ক্রিকেটের কথা চিন্তা করে সিদ্ধান্ত নিতে অনুরোধ করেছেন নির্বাচন কমিশনকে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তামিম জানিয়েছেন, 'আমি, ঐ ১৫টা ক্লাবের একটা ক্লাব আমার, আমি ভাইস-প্রেসিডেন্ট গুলশান ক্রিকেট ক্লাবের, আমি ঐদিক থেকেই এসেছিলাম তবে আমি যখন কথা বলেছি তখন উনাদেরকে স্পষ্ট ভাবে বলেছি যে দেখেন এখানে ১৫টা ক্লাবের চেয়ে বড় বিষয় হল আপনারা যে সিদ্ধান্তটা নিতে যাচ্ছেন, আপনাকে ৩০০ ক্রিকেটারের কথা মাথায় রাখতে হবে। কারণ এই ১৫টা ক্রিকেট ক্লাব নিয়মিত ক্রিকেট খেলে, বিভিন্ন বিভাগে ক্রিকেট খেলে, প্রত্যেকটা খেলোয়াড়দের পারিশ্রমিক দেয় এবং সেই টাকায় তাদের বছরের ৭০-৮০% আয়। আর এই ক্লাবগুলোর কথাই শুধু আসছে না, এই খেলোয়াড়দের পরিবারও জড়িত। যে সিদ্ধান্ত নিবেন, সিদ্ধান্ত নেয়ার সময় এই ব্যাপারগুলো আপনাদের মনে রাখতে হবে।' 

তামিম আরও বলেন, 'যে নিয়মে এসব করা হচ্ছে, কেন এসব করা হচ্ছে সব স্পষ্ট, এটা খুব জটিল কিছু না যে বুঝতে পারছি না। আমি বলেছি দেখেন এই ১৫টা ক্লাব নিয়ে যে ইস্যু ছিল, সেটা তো গত ৬-৭ ধরে চলমান ইস্যু। এখনই আপনাদের এই কাজটা কেন করতে হবে, কেন এখনই এই ইস্যুটা তুলে আনতে হবে। দ্বিতীয়ত, বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে একটা সুযোগ দেয়া হয়, এই ১৫টা ক্লাব নিয়ে যদি আপত্তি থাকে তাহলে আপনারা কাউন্সিলর ফর্মটা দিলেন কেন? যে ১৫টা কাউন্সিলরের মধ্যে ধরে নিলাম ৩-৪ জন যোগ্য কাউন্সিলর হতে পারে যারা ক্রিকেটকে খুব ভাল একটা জায়গায় নিয়ে যেতে পারে, তাদের একটা স্বপ্ন থাকতে পারে, তাদের স্বপ্নগুলো তো আপনি নষ্ট করে দিলেন। কারণ যদি এটা আজকে (শুনানীর রায়) তাদের বিপক্ষে যায়, তাহলে তো আর কোন সুযোগ নেই তাদের কাউন্সিলর হওয়ার। আপনারা তাদেরকে কাউন্সিলরশীপ না দিতেন, তাহলে তাদের একটা সুযোগ থাকত অন্য কোন দিক থেকে এসে কাউন্সিলর হওয়ার। যেহেতু এইটা ক্রিকেটের ব্যাপার, ক্রিকেটারদের ব্যপার, এখানে অনেক সময় সিদ্ধান্ত নিতে হয় আইনের উর্ধে গিয়ে। আপনারা জিনিষটা বুঝেশুনে সঠিকভাবে কথাটা বলবেন। কোন ক্রিকেট ক্লাবের ঠিকানা কোথায়, এর চেয়ে গুরুত্বপূর্ণ এই ক্রিকেট ক্লাব কি কালকে জন্ম নিয়ে কাউন্সিলর হয়ে আমরা এখানে এসব করতে এসেছি? না। এই প্রত্যেকটা ক্লাবের একটা ইতিহাস আছে, খেলোয়াড়দের পারিশ্রমিক দেবার দলিল আছে, এসব জিনিষ আপনারা করবেন। এই জিনিষগুলো কেন করা হচ্ছে আপনাদের কাউকে আমার বলার দরকার নাই। খুব সহজ কথা। নির্বাচনে একটা পক্ষকে দূর্বল করার জন্য এসব করা হচ্ছে। আমার কথা হচ্ছে আমাদের এত খারাপ সময় এসে গেল যে জিতার জন্য, নিজের ইচ্ছা পূরণ করার জন্য আপনারা ৩০০ ক্রিকেটারের জীবন নিয়ে খেলা শুরু করে দিলেন। নির্বাচন করবেন, সুষ্ঠু নির্বাচন হবে, যার কাছে ভোট বেশি পড়বে সে জিতে নিয়ে চলে যাবে, এটার জন্য ...ক্রিকেট বোর্ডের ইতিহাসে এত নোংরামি আজ পর্যন্ত দেখি নাই। যে জিনিষটা আপনারা করে যাচ্ছেন,সেটা দলিল হয়ে থাকবে। পরবর্তীতেও কিন্তু এই জিনিষগুলোই অনুসরণ করা হবে।'

তামিমের ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হওয়া নিয়েও অভিযোগ পড়েছে বিসিবি'র নির্বাচন কমিশনে। অভিযোগকারী সাবেক ক্রিকেটার হালিম শাহ, তামিম বলছেন অভিযোগকারী নিজেই জানেন না যে তিনি অভিযোগ করেছেন, 'যে আমার নামে অভিযোগ করেছে সেই বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে আমি করি নাই। এটা আসলে কে লিখেছে সেটা আমিও জানি। আমাকে এসব বলার আগে কিন্তু বলে দেয়া হচ্ছে যে এরকম করা হবে তোমার বিরুদ্ধে। আমি যে অর্গানাইজার না এটা কেউ প্রমাণ করতে পারবে? ৩টা দলের মালিক, ২টা দলের কমিটিতে আছি।'

এভাবে তামিম তার পক্ষের অনেক যুক্তিই তুলে ধরেছেন গণমাধ্যমের সামনে, যার অনেকটাই তিনি কিছুদিন আগে ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলনেও বলেছেন। তার অভিযোগের আঙ্গুল বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের দিকে, যারা নির্বাচনকে পক্ষপাতদুষ্ট করার অপচেষ্টায় লিপ্ত বলে মনে করেন তামিম। বিসিবি নির্বাচনের তফশীল অনুযায়ী শুক্রবার বিকাল ৪-৩০ মিনিটে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। শনিবার থেকে শুরু হবে মনোনয়ন পত্র বিতরণ।


আমার বার্তা/এমই