বাঁচামরার ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ১৭:৫২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। তবে ফরম্যাট বদলের সঙ্গে বদলে গেছে দলের পারফরম্যান্সও। প্রথম ওয়ানডেতে বাজে ব্যাটিংয়ে হেরেছিল টাইগাররা। ফলে সিরিজে টিকে থাকতে হলে আজ জয়ের বিকল্প নেই মেহেদি হাসান মিরাজের দলের।
সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি। অর্থাৎ মেহেদী হাসান মিরাজের বাংলাদেশ আগে ফিল্ডিং করবে।
টসের পর বাংলাদেশ অধিনায়ক বলেন, আমরাও আগে ব্যাটিং করতাম। গত ম্যাচে ভালো ব্যাটিং করতে পারিনি। এই উইকেটে ২৪০-২৫০ চেজ করা যায়, কারণ দ্বিতীয় ইনিংসে শিশির পড়ার সম্ভাবনা থাকে।
গত ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ। এই দুজনের বদলে একাদশে ফিরেছেন রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান। অর্থাৎ, একজন পেসার কমিয়ে বাড়তি স্পিনার খেলাচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান, জাকের আলী, তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব।
আফগানিস্তান : রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, রহমত শাহ, হাশমতুল্লাহ শহীদি (অধিনায়ক), আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গেলিয়া খারোতে, আল্লাহ গজানফার, বশির আহমেদ।
আমার বার্তা/এমই