সাকিবের ঝড়ে পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১১:৩২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

দারুণ নেতৃত্ব দিয়ে মন্ট্রিল রয়্যাল টাইগার্সকে ফাইনালে তুলেছিলেন। ফাইনালে ব্যাট হাতে ঝড়ও তুললেন সাকিব আল হাসান। কিন্তু বাকিদের ব্যর্থতায় চ্যাম্পিয়ন হতে পারলো না দল।

মঙ্গলবার কানাডা সুপার-৬০ টুর্নামেন্টে সাকিবের মন্ট্রিল টাইগার্সকে ৮ উইকেট আর ২৫ বল হাতে রেখে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্র্যাম্পটন ব্লিটজ।

১০ ওভারের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৮ ওভারেই ৬৯ রানে গুটিয়ে যায় সাকিবের মন্ট্রিল টাইগার্স। ব্যাট হাতে দলের সেরা তারকা অধিনায়ক সাকিবই।

তিন নম্বরে নেমে ১২ বলে ২ চার আর ৩ ছক্কায় ২৯ রানের ইনিংস খেলেন সাকিব। ওপেনার দিলপ্রিত বাউজা করেন ৮ বলে ১৮। বাকিরা কেউ দুই অংক ছুঁতে পারেননি।

ডিলন হেলিগার ৯ রানে শিকার করেন ৪টি উইকেট।

জবাবে উইল স্মিড ৭ রানে ফিরলেও মার্টিন গাপটিল আর জেমস ভিন্সের ব্যাটে ৬ ওভারের আগেই জয় তুলে নেয় ব্র্যাম্পটন। ভিন্স ১৬ বলে ৩৪ করে আউট হন। ১৩ বলে ২৩ রানে অপরাজিত থাকেন গাপটিল।

পাঁচ বোলার ব্যবহার করলেও সাকিব নিজে বল হাতে নেননি।