টানা ১০ ম্যাচে গোল কেইনের, উড়ছে বায়ার্ন মিউনিখও
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১৩:২১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

বায়ার্ন মিউনিখ মাঠে নামবে আর হ্যারি কেইন গোল করবেন না, এটা যেন এখন দুঃস্বপ্নেও কল্পনা করা সম্ভব হয় না। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রুজের বিপক্ষেও গোল করলেন হ্যারি কেইন। আলিয়াঞ্জ এরেনায় বেলজিয়ান ক্লাবটিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। প্রথমার্ধেই তিন গোল করে কার্যত ম্যাচ নিশ্চিত করে নিয়েছিল জার্মান চ্যাম্পিয়নরা।
এ জয়ে ইংলিশ তারকা ফুটবরার হ্যারি কেইন টানা দশম ম্যাচে গোল করলেন এবং মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে নিজের গোল সংখ্যা ২০-এ নিয়ে গেলেন। এর মাধ্যমে তিনি চ্যাম্পিয়নস লিগে গোলদাতাদের তালিকায় কিলিয়ান এমবাপের সঙ্গে (৫টি) যৌথভাবে শীর্ষে উঠেছেন।
মাত্র ১৭ বছর বয়সী লেনার্ট কার্ল চ্যাম্পিয়নস লিগে নিজের প্রথম ম্যাচেই গোল করে ইতিহাস গড়েন— তিনি বায়ার্নের হয়ে ইউরোপে সবচেয়ে কম বয়সী গোলদাতার খেতাব নিজের করে নিলেন। চতুর্থ মিনিটেই বাম পায়ের নিখুঁত শটে গোল করে দলের উৎসব শুরু করেন এই তরুণ।
এরপর আসে হ্যারি কেইনের গোল। কনরাড লাইমারের নিখুঁত পাস থেকে ইংলিশ স্ট্রাইকার সহজেই বল জালে জড়ান— এটি তার টানা দশম ম্যাচে গোল, যা তার ক্যারিয়ারের দীর্ঘতম ধারাবাহিক গোলরেকর্ডও।
কয়েক মিনিট পরেই সাবেক লিভারপুল তারকা লুইস দিয়াজ চমৎকার ওয়ান-টু-ওয়ান খেলে জোরালো শটে বল পাঠান জালে। এটি ছিল তার মৌসুমের সপ্তম গোল এবং চ্যাম্পিয়নস লিগে প্রথম।
বিরতির পরও বায়ার্নের আক্রমণ থামেনি। দিয়াজ, মাইকেল ওলিসে ও কেইন বারবার ব্রুজের ডিফেন্স ভেঙে ফেলেন। একবার কেইনের শট পোস্ট ঘেঁষে বাইরে যায়, আবার দিয়াজের শট গোললাইন থেকে ক্লিয়ার হয়।
শেষ পর্যন্ত পরিবর্তিত খেলোয়াড় নিকোলাস জ্যাকসন ৮৩ মিনিটে গোল করে স্কোরলাইন ৪-০ করেন, যা তার ক্লাবের হয়ে দ্বিতীয় গোল।
ম্যাচ শেষে বায়ার্ন কোচ টমাস টুখেল বলেন, ‘আমরা যেভাবে শুরু করেছি তা ছিল নিখুঁত। তরুণরা দারুণ খেলেছে, আর কেইন আবারও তার মান প্রমাণ করেছে। এখন আমাদের লক্ষ্য ধারাবাহিকতা ধরে রাখা।’
এ জয়ে বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়নস লিগের পয়েন্ট টেবিলে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছে, তিন ম্যাচে তিন জয়ের পর। অন্যদিকে, ক্লাব ব্রুজের জন্য এটি ছিল এক দুঃস্বপ্নময় রাত — যেখানে তারা প্রথম মিনিটেই সুযোগ পেলেও পরবর্তীতে পুরোপুরি বায়ার্নের ছায়াতলে হারিয়ে যায়। ৩ ম্যাচের তাদের অর্জন ৩ পয়েন্ট।
আমার বার্তা/জেএইচ