জাহানারার যৌন নিপীড়নের অভিযোগ খতিয়ে দেখবে বিসিবি

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ১০:৪৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম জাতীয় দলে খেলার সময় যৌন হয়রানির শিকার হয়েছিলেন বলে অভিযোগ করেছেন। এ অভিযোগ প্রকাশ্যে এলে একটি তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কমিটিকে ১৫ দিনের মধ্যে তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দেন জাহানারা আলম। এ সময় তিনি অভিযোগ করেন, জাতীয় নারী দলের সাবেক নির্বাচক মনজুরুল ইসলাম ও নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদ তাকে যৌন হয়রানি করেছিলেন।

নারী ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক বলেন, মঞ্জুরুল ইসলাম মঞ্জুর অশালীন প্রস্তাব প্রত্যাখ্যান করায় জাতীয় দলে নিজের সেরাটা দেখানোর সুযোগ থেকে তিনি বঞ্চিত হয়েছেন। প্রয়াত তৌহিদ মাহমুদও তাকে একই ধরনের প্রস্তাব দিয়েছিলেন।

এদিকে বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জাহানারার অভিযোগগুলো তদন্ত করে দেখতে কমিটি গঠনের কথা জানিয়েছে। বিবিসি বিজ্ঞপ্তিতে বলেছে, জাতীয় নারী ক্রিকেট দলের এক সাবেক সদস্যের করা অভিযোগে দলের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তির অসদাচরণের উল্লেখ রয়েছে। অভিযোগগুলোর সংবেদনশীলতা বিবেচনা করে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে।

বিসিবি আরও জানায়, সব খেলোয়াড় ও কর্মীদের জন্য একটি নিরাপদ, সম্মানজনক ও পেশাদার পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বোর্ড বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশও (কোয়াব) জাহানারার পাশে থাকার আশ্বাস দিয়েছে। সংগঠনটি বলছে, কোনো আশ্বাস বা দীর্ঘসূত্রতা আমরা এখানে দেখতে চাই না। যত দ্রুতসম্ভব তদন্ত শেষ করে কেউ দায়ী থাকলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। 

আমার বার্তা/এল/এমই