ফুটবল-ক্রিকেটসহ পাঁচ খেলায় আজ বাংলাদেশের ব্যস্ততম দিন
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১০:৪০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আজ এক ব্যস্ততম দিন কাটছে। একই দিনে পাঁচটি ডিসিপ্লিনে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে দেশ। তিনটি দলীয় খেলা—ক্রিকেট, ফুটবল ও হকির পাশাপাশি ব্যক্তিগত ইভেন্টেও রয়েছে বাংলাদেশের লড়াই।
সিলেটে চলছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার টেস্ট ম্যাচের তৃতীয় দিন। টেস্টের দুই সেশন শেষ হওয়ার পর মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বিকেল ২টায় মাঠে নামবে বাংলাদেশ হকি দল। বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হবে সেখানে।
ক্রিকেট ও হকির ম্যাচ শেষ হওয়ার পর ক্রীড়ামোদীরা একটু বিরতি নিয়ে রাত ৮টায় চোখ রাখতে পারবেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের দিকে, যেখানে প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল।
তিনটি দলীয় খেলার পাশাপাশি আজ ব্যক্তিগত ইভেন্টেও ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের অ্যাথলেটরা। আর্মি স্টেডিয়ামে চলছে এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপ। সেখানে কম্পাউন্ড নারী এককে সেমিফাইনালে লড়বেন মনি, আর কম্পাউন্ড মিশ্র বিভাগে স্বর্ণ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবেন হিমু ও বন্যা।
এদিকে সৌদি আরবের রিয়াদে ইসলামিক সলিডারিটি গেমসে টেবিল টেনিসেও লড়ছে বাংলাদেশ। মিশ্র বিভাগে খৈ খৈ ও জাভেদ আহমেদ জুটি ফাইনালের টিকিটের জন্য মুখোমুখি হবে বাহরাইনের বিপক্ষে। সেমিফাইনালে পৌঁছানোয় ইতোমধ্যেই ব্রোঞ্জ নিশ্চিত করেছে বাংলাদেশ টিটি দল।
একই দিনে পাঁচটি আন্তর্জাতিক আসরে অংশ নেওয়া—বাংলাদেশ ক্রীড়াঙ্গনের জন্য নিঃসন্দেহে এক ঐতিহাসিক ও গর্বের দিন।
আমার বার্তা/জেএইচ
