প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ১৭:৪৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসভাগ্য পাশে পেলেন লিটন কুমার দাস। টস জিতে আয়ারল্যান্ডকে আগে ব্যাটিং করার আমন্ত্রণ জানালেন টাইগার অধিনায়ক।
আগামী ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসছে ভারত এবং শ্রীলঙ্কায়। বিশ্বকাপের আগে নিজেদের শেষ সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এর আগে আইরিশদের বিপক্ষে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জিতেছে টাইগাররা।
টেস্টের ফর্ম টি-টোয়েন্টিতেও ধরে রাখতে চাইবে টাইগাররা। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। একাদশে ৫ বোলার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলী, তাওহীদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম সাকিব, শরিফুল ইসলাম।
আমার বার্তা/এমই
