বিপিএলের চতুর্থ ম্যাচে এসে জিতল আবাহনী

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ১৯:৩৩ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে সবচেয়ে বেশি বার চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা আবাহনী। সেই আবাহনী এবারের প্রিমিয়ার লিগে তিন ম্যাচ খেলেও ছিল জয়হীন। 

আজ (শুক্রবার) কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ঢাকা আবাহনী ২-০ গোলে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবকে হারিয়েছে। 

আবাহনী ম্যাচের দু’টি গোলই করেছে প্রথমার্ধে। ২৫ মিনিটে পেনাল্টি থেকে তাদের এগিয়ে নেন সুলেমান দিয়াবাতে। মোহামেডান তার অধিনায়কত্বেই ২২ বছর পর ফুটবল লিগের শিরোপা পেয়েছিল। এবার মোহামেডানের চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর হয়ে খেলছেন তিনি। নতুন দলের হয়ে লিগে আজই প্রথম জয়ের দেখা পেয়েছেন। ৪৩ মিনিটে এনামুল গাজীর গোলে ব্যবধান দ্বিগুণ করে আবাহনী। 

দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয়নি। ৭৩ ও ৯০ মিনিটে আবাহনীর আলমগীর মোল্লা দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। ইনজুরি সময়ে আবাহনী একজন কম নিয়ে খেললেও পুলিশ পরাজয়ের ব্যবধান কমাতে পারেনি। আবাহনী লিগে প্রথম জয়ে ৪ পয়েন্টে টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে। সমান ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে পুলিশ। 

দিনের আরেক ম্যাচে মানিকগঞ্জে সফরকারী ফর্টিজ ১-০ গোলে হারিয়েছে আরামবাগকে। ম্যাচের ১৬ মিনিটে একমাত্র জয়সূচক গোলটি করেন সাগর। ৭৪ মিনিটে ফর্টিজের আতিকুর রহমান ফাহাদ সরাসরি লাল কার্ড দেখেন। বাকি সময় একজন কম নিয়ে খেললেও ফর্টিজ এক গোলের লিড নিয়েই খেলা শেষ করে। ৪ ম্যাচে সাত পয়েন্ট নিয়ে ফর্টিজও রহমতগঞ্জ ও কিংসের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে রয়েছে। আরামবাগ এক পয়েন্টে ফকিরেরপুলের সঙ্গে রেলিগেশন জোনে।

আগামীকাল লিগে চতুর্থ রাউন্ডের তিনটি ম্যাচ রয়েছে। মানিকগঞ্জে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডান ও ফকিরেরপুল, গাজীপুরে পিডব্লিউডি ও ব্রাদার্স ইউনিয়ন এবং কিংস অ্যারেনায় রহমতগঞ্জ ও বসুন্ধরা কিংস মুখোমুখি হবে। বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জের ম্যাচের ফলাফলের ওপরই চতুর্থ রাউন্ডে লিগের শীর্ষস্থান নির্ধারণ করবে।

আমার বার্তা/এল/এমই