টানা তিন ম্যাচে পয়েন্ট হারালো রিয়াল মাদ্রিদ
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ১১:২৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

২ নভেম্বর ২০২৫। লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ছিল ৩০। এক মাসেরও কম সময়ের ব্যবধানে অবস্থান বদল হয়েছে এই দুদলের। বার্সেলোনা উঠে গেছে শীর্ষে, রিয়াল নেমেছে দুইয়ে।
গত ২১ নভেম্বর অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে জয় দিয়ে শীর্ষস্থান দখলে নেয় বার্সেলোনা। ওই ম্যাচডেতেই এলচের বিপক্ষে ড্র দিয়ে রিয়াল মাদ্রিদ স্থান পুনরুদ্ধার করে। শনিবার (২৯ নভেম্বর) আলাভেজকে হারিয়ে বার্সেলোনা আবার শীর্ষে উঠে যায়। গতকাল জিরোনার বিপক্ষে জিতলে সেটা আবার রিয়ালের দখলে যেত। কিন্তু শাবি আলোনসোর শিষ্যরা টানা তৃতীয় ড্র করে সেই সুযোগ হারিয়েছে।
১৪ ম্যাচে এখন ৩৩ পয়েন্ট রিয়ালের। এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ভিয়ারিয়াল, অ্যাতলেটিকো মাদ্রিদ ৩১ পয়েন্ট নিয়ে আছে চারে।
জিরোনার বিপক্ষে রিয়াল ড্র করেছে ১-১ গোলে। আজেদিন ওনাহির গোলে স্বাগতিক জিরোনা এগিয়ে যাওয়ার পর এমবাপ্পের ১৪তম গোলে ড্র করে রিয়াল। ফরাসি তারকা এই ১৪ গোল করেছেন সমানসংখ্যক ম্যাচে, পাশপাশি ৩টি অ্যাসিস্টও করেছেন। লিগে দ্বিতীয় সর্বোচ্চ ৮ গোল করে আসে বার্সেলোনার রবার্ট লেওয়ান্ডোভস্কি ও মায়োর্কার ভেদাত মুরিকির।
ঘরের মাঠে জিরোনা এগিয়ে যায় প্রথমার্ধে। ওনাহির ওই গোলের আগে অবশ্য রিয়ালই জালের দেখা পেয়েছিল। ভিড়ের মধ্যে বল কাড়ার চেষ্টায় থাকা এমবাপ্পে সেটা পেয়েও যান, লক্ষ্যভেদ করেন স্বল্প দূরত্ব থেকে। ডানপ্রান্তে গিয়ে গিয়ে উদ্যাপন করেন তিনি। কিন্তু সেটি বাতিল হয়ে যায় বল এমবাপ্পের হাতে লাগার কারণে। ভার রিভিউ দেখে রেফারি গোল বাতিলের সিদ্ধান্ত দেন।
রিয়াল মাদ্রিদের হয়ে অবশ্য এমবাপ্পেই গোল করেন। ভিনিসিউস জুনিয়র ডি বক্সের ভেতর ফাউলের শিকার হলে পেনাল্টি শট নেন ফরাসি তারকা। ঝাঁপিয়ে পড়ে কাছাকাছি চলে গেলেও জিরোনা গোলরক্ষক পাওলো গাজ্জানিগা জাল অক্ষত রাখতে পারেননি।
আমার বার্তা/এল/এমই
