বিশ্বকাপেও বাংলাদেশের কোচিং স্টাফে সালাউদ্দিন-আশরাফুল
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

আয়ারল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ জয়ের পর কিছুদিনের বিশ্রামে রয়েছে বাংলাদেশ দল। বিপিএল শুরুর আগে কোনো খেলা নেই, আর আগামী বছরের ফেব্রুয়ারিতে টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগ পর্যন্তও আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই।
এরই মধ্যে প্রশ্ন উঠেছিল—টি–টোয়েন্টি বিশ্বকাপে কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল কি দলের সঙ্গে থাকবেন? কারণ গত মাসেই সালাউদ্দিন বিসিবির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন বলে জানা যায়। তবে বোর্ড সেটি গ্রহণ করেনি। অন্যদিকে আয়ারল্যান্ড সিরিজে আশরাফুল ছিলেন অস্থায়ী ব্যাটিং কোচ—তাই তাকেও বিশ্বকাপে রাখা হবে কি না তা নিয়েও গুঞ্জন ছিল।
শেষ পর্যন্ত গুঞ্জনের অবসান ঘটিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, সালাউদ্দিন ও আশরাফুল দুজনই টি–টোয়েন্টি বিশ্বকাপে দলের সঙ্গে থাকছেন। কোচিং স্টাফের কারও ক্ষেত্রেই পরিবর্তন আনা হচ্ছে না।
গত ৪ নভেম্বর হঠাৎই শোনা যায় সালাউদ্দিন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব ছাড়তে চান এবং আয়ারল্যান্ড সিরিজের পরই বিদায় নেবেন। কিন্তু তিনি থাকছেন, এবং সবকিছু ঠিক থাকলে ২০২৭ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ পালন করবেন।
২০২৪ সালের নভেম্বরে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব নেন সালাউদ্দিন—যা জাতীয় দলে তার দ্বিতীয় অধ্যায়। এর আগে ২০০৬–২০১০ সাল পর্যন্ত তিনি সহকারী ও ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেন। পরে ২০১০–১১ সালে তিনি বিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমির বিশেষজ্ঞ কোচ ছিলেন।
