বিপিএল নিয়ে দুই লক্ষ্যের কথা জানালেন বিসিবি সভাপতি

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:০৪ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

আরেকটি বিপিএল এবং আরেকজন নতুন বিসিবি সভাপতি। সবশেষ বিপিএলে সভাপতির দায়িত্বে ছিলেন ফারুক আহমেদ। এবার সেই দায়িত্বে নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অতীতের নানা বিতর্কের কারণে এবারের আসর পরিচালনায় তার কাছে থাকছে চ্যালেঞ্জ। 

বুলবুল মনে করেন বিপিএল আয়োজনের মাধ্যমে জাতীয় দলের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি পর্ব সম্পন্ন হবে। তিনি সরাসরি প্রস্তুতি না বললেও, টি-টোয়েন্টি ফরম্যাটের প্রস্তুতি যে নেওয়া সম্ভব, সে কথা স্পষ্ট করেছেন।

বুলবুল বলেন, 'দুটি লক্ষ্য এবার বিপিএলের— একটা হচ্ছে একটা সুষ্ঠ এবং পরিচ্ছন্ন বিপিএল পালন করা, সাথে সাথে আপনারা জানেন যে বিপিএলের পরেই আমাদের টি-টোয়েন্টি আইসিসি বিশ্বকাপ আছে সেটার জন্য আমরা সরাসরি প্রস্তুতি না হলেও এই ফরম্যাটের প্রস্তুতিটা আমরা নিতে পারব।'

খেলাটিকে সুন্দরভাবে মাঠে আয়োজন করতে নিরাপত্তা ও অন্যান্য স্টেকহোল্ডারদের নির্দেশনা অনুসরণ করা হচ্ছে দাবি বুলবুলের, 'আমাদের কাজ হচ্ছে খেলা পরিচালনা করা। আমাদের কাজ হচ্ছে খেলাটা মাঠে খেলা সুন্দরভাবে যেন আমরা আয়োজন করতে পারি। আমাদের অনেক স্টেকহোল্ডার আছে, আমাদের নিরাপত্তা আইনশৃঙ্খলা বাহিনী যে ডিপার্টমেন্টগুলো আছে শ্রদ্ধার সাথে তাদের যে অবদান সেটা আমরা অনুসরণ করছি এবং তাদের নির্দেশ আমরা অনুসরণ করছি। পরিস্থিতি অনুযায়ী আমরা ওই নির্দেশ অনুযায়ী কাজ করব। তবে আমরা সব জায়গায় আমরা আমাদের সূক্ষ্ম দৃষ্টি রাখছি।'

বিপিএল গভর্নিং কাউন্সিল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ফ্র্যাঞ্চাইজিদের তাদের দায়িত্ব পালনে মনোযোগী হওয়ার জন্য নির্দেশনা দিচ্ছে, 'এখনো তো বিপিএল শুরুই হয়নি। এখানে আমাদের কিছু ভূমিকা থাকে, ফ্র্যাঞ্চাইজির কিছু ভূমিকা থাকে। তো বিপিএল গভর্নিং কাউন্সিল যেটা আমাদের আছে, সেটা আমরা অনুসরণ করছি এবং দেখছি। তবে ফ্র্যাঞ্চাইজিদের যে ভূমিকা আছে সেই ভূমিকাগুলো তাদের নজর করা উচিত এবং তাদেরকে সেভাবে নির্দেশনা দেওয়া হচ্ছে।'


আমার বার্তা/জেএইচ