যথাসময়ে হচ্ছে না দিনের প্রথম ম্যাচ: মিঠু

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১৩:১১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এম নাজমুল ইসলামের কড়া বিস্ফোরক মন্তব্যে উত্তাল বাংলাদেশের ক্রীড়াঙ্গন। তার পদত্যাগ না হলে সবধরণের খেলা বর্জনের ঘোষণা দিয়েছে কোয়াব। নিজেদের সিদ্ধান্তে অনড় রয়েছে তারা। ম্যাচ শুরুর সময়েই ডেকেছে সংবাদ সম্মেলন। এমতাবস্থায় যথাসময়ে হচ্ছে না বিপিএলে দিনের প্রথম ম্যাচ।

সিলেট পর্ব শেষে আজ থেকে ঢাকায় খেলা শুরু হওয়ার কথা। প্রথম দিনে রয়েছে দুটি ম্যাচ। প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের। আর সূচি অনুযায়ী দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানস।

কিন্তু প্রথম ম্যাচটা যে সময়মতো হচ্ছে না সেটা একপ্রকার নিশ্চিত। টাইলমি ম্যাচ শুরু হওয়ার শঙ্কা জানিয়ে বিপিএল গর্ভানিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেন, ‘অবশ্যই এই কথাটি অনাকাঙ্ক্ষিত। উনি (এম নাজমুল ইসলাম) যা বলেছেন, আমরা সেটার সাপোর্ট করি না। উনাদের (ক্রিকেটারদের) বুঝিয়েছি, উনারা এলে খেলা হবে। না এলে খেলা হবে না। তবে প্রথম ম্যাচটা সময়মতো হওয়ার সম্ভাবনা কম।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিপিএলের ম্যাচ শুরুর আগে দাবি না মানলে সব ধরনের ক্রিকেট বয়কটেরও হুমকি দিয়েছিল কোয়াব। এখন পর্যন্ত এম নাজমুলের পদত্যাগের খবর আসেনি। তাই নির্ধারিত সময় পার হয়ে হলেও দিনের প্রথম ম্যাচের দুই দলের কেউই মাঠে যায়নি। যে কারণে খেলা মাঠে গড়ানো নিয়ে শঙ্কা তৈরি হয়।

এখানেই শেষ নয়, পদত্যাগের ঘোষণা না আসায় হোটেল শেরাটনে ম্যাচের সময়ে সংবাদ সম্মেলন ডেকেছে কোয়াব। এজন্য ৬ দলের ক্রিকেটাররা এক হচ্ছেন শেরাটনে।


আমার বার্তা/জেএইচ