বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে অনিশ্চয়তা অব্যাহত

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১১:৫৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর আগে বাংলাদেশ দলকে নিয়ে জল্পনা ক্রমেই বাড়ছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) যদি শর্ত আরোপের মাধ্যমে বাংলাদেশকে ভারতের মাটিতে খেলতে বাধ্য করতে চায়, বাংলাদেশ তা মানবে না।

সচিবালয়ে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আসিফ নজরুল বলেন, “অযৌক্তিক চাপ সৃষ্টি করে আমাদের ভারতে বিশ্বকাপে অংশগ্রহণ করাতে পারবে না। যদি আইসিসি ভারতীয় বোর্ডের সঙ্গে সমন্বয় করে আমাদের ওপর দবাব দেয় বা অযৌক্তিক শর্ত আরোপ করে, আমরা তা মানব না।”

তিনি আরও উদাহরণ হিসেবে উল্লেখ করেন, “পাকিস্তান বাংলাদেশে খেলতে আসেনি, তখন আইসিসি ভেন্যু পরিবর্তন করেছে। আমরা অত্যন্ত যৌক্তিক কারণে ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেছি। কিন্তু কোনো অযৌক্তিক চাপের মধ্যে দিয়ে আমাদের ভারতে খেলতে বাধ্য করা ঠিক নয়।”

প্রসঙ্গত, সংবাদ সংস্থা এএফপি আগেই জানিয়েছিল, বাংলাদেশ যদি বিশ্বকাপে অংশ না নিলে তাদের স্থানে স্কটল্যান্ড খেলবে। তবে বিবিসির তথ্য অনুযায়ী, আইসিসি এখনও ক্রিকেট স্কটল্যান্ডের সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা করেনি।

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশ নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতের মাটিতে খেলতে অনিচ্ছুক। ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসিকে দুইবার চিঠি পাঠিয়ে সব ম্যাচ শ্রীলংকায় স্থানান্তরের প্রস্তাব দিয়েছে। ঢাকায় আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও হয়েছিল, তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

যদিও ভারতীয় সংবাদমাধ্যম এবং ক্রিকইনফো জানায়, আইসিসি বিসিবিকে বুধবার পর্যন্ত সিদ্ধান্ত জানাতে সময়সীমা দিয়েছে, বিসিবি তা অস্বীকার করেছে এবং জানিয়েছে, “আমাদের কোনো সময়সীমা দেওয়া হয়নি।”

বাংলাদেশের অবস্থান স্পষ্ট: কোনো অযৌক্তিক চাপের মুখে ভারতের মাটিতে অংশগ্রহণ হবে না। বিশ্বকাপ শুরু হওয়ার আগ পর্যন্ত এই বিষয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড এবং আইসিসির মধ্যে চলমান আলোচনার ভিত্তিতে।