ব্রাজিলের সঙ্গে চুক্তিতে সই করতে যাচ্ছেন আনচেলত্তি

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১৩:২২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

২০২৬ বিশ্বকাপের পরিকল্পনায় গত বছর ব্রাজিল জাতীয় দলে যুক্ত হয়েছিলেন কার্লো আনচেলত্তি। চুক্তি অনুযায়ী যার মেয়াদ এক বছরের কিছু বেশি। তবে বিশ্ব আসরে মাঠে নামার আগেই তার সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে আনচেলত্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে মৌখিক সমঝোতায় পৌঁছেছে সিবিএফ। সামাজিক মাধ্যমে এমন তথ্য জানিয়েছেন, ফুটবলের দলবদল বিষয় নির্ভরযোগ্য সূত্র ও ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। তিনি জানিয়েছেন, দলে আনচেলত্তির প্রভাব নিয়ে দারুণ সন্তুষ্ট সেলেসাও বোর্ড এবং নতুন চুক্তিও খুব কাছাকাছি।

সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে নতুন চুক্তিতে সই করবেন ইতালিয়ান এ কোচ। এতে সেলেসাওর সঙ্গে আরও একটি বিশ্বকাপ চক্র নিশ্চিত হবে তার।
 
ছুটি শেষে আগামী শুক্রবার রিও ডি জেনেইরোতে ফিরছেন আনচেলত্তি। বর্তমানে চুক্তির আনুষ্ঠানিকতা ও বিভিন্ন ধারা পর্যালোচনা করছে সিবিএফের আইনি বিভাগ। নতুন চুক্তিতে তার বর্তমান চুক্তির শর্তই বহাল থাকবে। বার্ষিক বেতন ধরা হয়েছে ১ কোটি ইউরো, সঙ্গে পারফরম্যান্সভিত্তিক বোনাসে কিছু সমন্বয় থাকবে।
 
বর্তমান কাজের কাঠামো নিয়ে সন্তুষ্ট আনচেলত্তি। কানাডা ও ব্রাজিল—দুই জায়গায় সময় ভাগ করে নেয়ার সুযোগ থাকায় আলোচনাকে তিনি স্বাভাবিক ও পারস্পরিক সম্মতিপূর্ণ বলে উল্লেখ করেছেন। তার অধীনে ২০২৬ বিশ্বকাপ ঘিরে প্রত্যাশা বেড়েছে ব্রাজিল শিবিরে। জুন-জুলাইয়ের এ বিশ্ব আসরে গ্রুপ ‘সি’-তে খেলবে ব্রাজিল।

আমার বার্তা/এল/এমই