সাবালেঙ্কাকে কাঁদিয়ে মেলবোর্নে নতুন রানি রায়বাকিনা
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১৮:৪৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

মেলবোর্নের রড লেভার অ্যারেনায় রচিত হলো নতুন ইতিহাস। শ্বাসরুদ্ধকর ফাইনালে আরিনা সাবালেঙ্কার স্বপ্ন ভেঙে অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি হলেন এলিনা রায়বানিকা। শনিবার নারী এককের ফাইনালে তিন সেটের হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৬-৪, ৪-৬, ৬-৪ গেমে জয় তুলে নেন কাজাখস্তানের এই তারকা। এটি তার ক্যারিয়ারের প্রথম অস্ট্রেলিয়ান ওপেন এবং সব মিলিয়ে দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। এর আগে ২০২২ সালে উইম্বলডন জিতেছিলেন বিশ্ব র্যাঙ্কিংয়ের পাঁচ নম্বরে থাকা এই টেনিস সুন্দরী।
ম্যাচের শুরু থেকেই দারুণ আত্মবিশ্বাসী ছিলেন রায়বানিকা। প্রথম সেটে সাবালেঙ্কার সার্ভিস ভেঙে ৬-৪ ব্যবধানে এগিয়ে যান তিনি। তবে দ্বিতীয় সেটে আগ্রাসী টেনিসে ঘুরে দাঁড়ান সাবালেঙ্কা। ৬-৪ ব্যবধানে সেট জিতে ম্যাচে ১-১ সমতা ফেরান।
সাবালেঙ্কা রায়বানিকার সার্ভিস ব্রেক করেছেন তৃতীয় সেটের দ্বিতীয় গেমেও। শুরুতে সাবালেঙ্কা ৩-০ গেমে এগিয়ে গেলে মনে হচ্ছিল শিরোপা তারই হতে যাচ্ছে। কিন্তু খাদের কিনারা থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটান রায়বানিকা। টানা দুই গেমে সার্ভিস ব্রেক করে উল্টো ৫-৩ গেমে এগিয়ে যান রায়বানিকা। সাবালেঙ্কা আর ঘুরে দাঁড়াতে পারেননি।
আমার বার্তা/এমই
