বিচিত্র মানুষ

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ১১:০২ | অনলাইন সংস্করণ

  কমল চৌধুরী

মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত
সর্বশক্তিমান আল্লাহর সৃষ্টির সেরা জীব।
সততা, শিক্ষা, শ্রম ও সাধনায় মানুষ সর্বক্ষেত্রেই বিজয়ী।

নান্দনিক জীবনযাপনে সর্বক্ষেত্রেই পায় পুষ্পঘ্রাণ,
যেন আন্দোলিত হয় কামনাবিহীন উল্লাসে
হওয়া উচিত পরোপকারই মানুষের ব্রত।
অথচ নেহায়েত হীনস্বার্থে নিমিষেই সঙ্গতিবিহীন
মানুষ আকাশ ছোঁয়া স্বপ্নে থাকে বিভোর।

এ যেন বিচিত্র মানুষের সঙ্গবিহীন আর্তনাদ
মঙ্গলগ্রহের মতো সবুজহীন বিস্তীর্ণ
লাল রঙের উপত্যকা সমান
উপকারীর অপকার সাধনে ব্যস্ত হীনমন্য মানুষ।

বংশানুক্রমিক কীট গুটি মেরে শোয় বিস্ফারিত নেত্রে
মানবচরিত্র সম্পর্কে ম্যাকিয়া ভ্যালির ভাষ্য
“মানুষ অকৃতজ্ঞ, চঞ্চল, লোভাতুর, প্রতারক, কাপুরুষ।”
অন্তরে অনিষ্টচিন্তা সত্ত্বেও মুখে আত্মীয়তা
আলতু-ফালতু, সামনা সামনি আপনি খুব ভাল মানুষ
আপনাকে ভাল লাগে লেখাগুলো কি চমৎকার?

তোমাদের সবই মিথ্যে ফাঁকা এই যে,
মিনিবাসের ভীড়ের মতই স্বভাব,
বিচিত্র মানুষের সামনে আমি অচল পয়সা।
তোমরাই সেই বিচিত্র মানুষ, সেলুকাস!