তারুণ্যের বাংলাদেশ
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ১৪:৫৬ | অনলাইন সংস্করণ
খাইরুল ইসলাম:

জুলুম,খুন, অত্যাচার ,শোষনের দিন শেষ,
পুব দিগন্তে স্বাধীন সূর্যরাঙা তারুণ্যের বাংলাদেশ।
অরুন, তরুণ জোট বেধেছে স্বৈরাচার নিপাত যাক,
স্বাধীন দেশে পুনর্বার গনতন্ত্র মুক্তি পাক।
সংরক্ষণ, সংস্কার দেশপ্রেমের নয় টি দাবী,
শেষ দাবি কঠিন ছিল স্বৈরাচার কবে যাবি।
স্বৈরাচার নিপাত যাক, গনতন্ত্র মুক্তি পাক,
স্বাধীনতার ডাকে এল ছাত্র-জনতা ঝাঁকে ঝাঁক।
আমার ভাই মরলো কেন ? ছাত্র হত্যার বিচার চাই,
আমার সোনার বাঙলায় বৈষম্যের ঠাই নাই।
প্রথম খুন আবু সাঈদ শেষ খুনের হিসেব নেই,
বিনা ভোটের নির্বাচন সে মাশুল আজো দেই ।
ছাত্র যুবক জনতার মহা গণ অভুৎত্থান ,
শান্তিকামী বীর জনতা জীবন দিয়ে রাখলো দেশের সম্মান।
যাত্রাবাড়ী মিরপুর, উত্তরা, রক্তক্ষয়ী যুদ্ধ শেষে,
শাহবাগ, গণভবন রাজপথে জয় ঝংকার অবশেষে।
শত প্রাণের বিনিময়ে এলো আবার স্বাধীনতা,
জয়ের নিশান উড়ল দেশে ভেঙে নিরব মৌনতা।
ভিনদেশী কতৃত্ববাদ আগ্রাসনের রক্ত চোখ,
ধূলিসাৎ, ছাই হয়েছে দেখলো বিশ্ব মর্ত লোক।
আমেরিকা, ইউরোপ নয়, চীন রাশিয়ার দান,
বিজেতার রক্তে আগুন জ্বেলেছিল তরুণ প্রান।
রক্ত মিছিল, রক্ত বিজয় লেখা রইবে ইতিহাসে,
রণক্ষেত্রে মা, বাবা, ভাই ছিল জখম বোনের মিছিল পাশে।
সূর্য্য উঠে, চাঁদ হাঁসে নেইকো দেশে হিংসে দ্বেষ,
খোকন ঘুমায়, ছোটন হাসে এ তারুণ্যের বাংলাদেশ।