১৮ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

আজ বুধবার, ১৮ সেপ্টেম্বর  ২০২৪ ● ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ● ১৪ রবিউল আউয়াল ১৪৪৬। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

উল্লেখযোগ্য ঘটনাবলি :

১৮০ - ফিলিপ আগাস্তাস ফ্রান্সের রাজা হন।

১৪৩৭ - ট্রানসালভানিয়োতে কৃষক বিদ্রোহ হয়।

১৫০২ - ক্রিস্টোফার কলম্বাস কোস্টারিকা আবিষ্কার করেন।

১৬৩৫ - সম্রাট দ্বিতীয় ফার্দিনান্দ ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।

১৭৩০ - ফ্রান্স ও স্পেন শান্তিচুক্তি করে।

১৮১০ - স্পেনীয় শাসন থেকে মুক্তিলাভের জন্য চিলির স্বাধীনতা ঘোষিত হয়।

১৮১৮ - চিলি স্পেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে ।

১৮৫১ - ‘নিউ ইয়র্ক টাইমস’ পত্রিকা প্রথম প্রকাশিত।

১৯০৬ - টাইফুন ও সুনামিতে হংকংয়ে প্রায় ১০ হাজার মানুষের প্রাণহানি ঘটে।

১৯১৯ - নেদারল্যান্ডস নারীদের ভোটাধিকার দেয়।

১৯২৩ - ভারতের জাতীয় কংগ্রেসের আইন অমান্য আন্দোলনের ডাক দেওয়া হয়।

১৯২৪ - হিন্দু-মুসলমান সম্প্রীতির জন্য মহাত্মা গান্ধী অনশন শুরু করেন।

১৯৩১ - জাপানের সেনা বাহিনী চীনের উত্তর পূর্বাঞ্চলিয় ভূখন্ড মানচুরী দখল করে নেয় ।

১৯৩৪ - ইউএসএসআর লিগ অব নেশনসের অন্তর্ভুক্ত হয়।

১৯৩৪ - মুসোলিনির শাসনে ৮ থেকে ৫৫ বছরের ইতালীয়দের সামরিক প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক করা হয়।

১৯৬১ - সুইডিস রাজনীতিবিদ ও জাতিসঙ্ঘের দ্বিতীয় মহাসচিব দ্যাগ হেমার শোল্ড এক বিমান দূর্ঘটনায় নিহত হন ।

১৯৮২ - পশ্চিম বেইরুটে ছাটিলা ও সাবগার প্যালেস্তিনীয় উদ্বাস্তু শিবিরে গণহত্যা চলে।

১৯৮৯ - বার্মায় সামরিক অভ্যুত্থান ঘটে এবং বার্মা রাষ্ট্রের নাম হয় মিয়ানমার।

২০০৭ - পাকিস্তানের সামরিক শাসক জেনারেল পারভেজ মোশাররফ নির্বাচনের পর সেনাবাহিনীর প্রধান পদ ছাড়ার ঘোষণা দেন।

ইতিহাসে আজকে যাদের জন্ম :

১৮৬৭ - চিত্রশিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুর।

১৮৬৯ - বিজ্ঞান লেখক জগদানন্দ রায়।

১৯০৫ - অভিনেত্রী গ্রেটা গার্বো।

১৯৫৪ - মার্কিন মনোবিজ্ঞানী স্টিভেন পিংকার।

১৯৭০ - ইংলিশ ক্রিকেটার ড্যারেন গফ।

ইতিহাসে আজকে যাদের মৃত্যু :

১১৮০ - ফ্রান্সের রাজা সপ্তম লুই।

১৭৮৩ - গণিতজ্ঞ লিওনার্ট অয়লার।

১৮৯৯ - বাঙালি চিন্তাবিদ এবং সাহিত্যিক রাজনারায়ণ বসু।

১৯৫৬ - প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরী।


ডেল্টা টাইমস/সিআর/এমই