৬ অক্টোবর ঘটে যাওয়া নানান ঘটনা

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ০৯:৫৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

আজ রোববার, ৬ অক্টোবর  ২০২৪ ● ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ● ২ রবিউস সানি ১৪৪৬। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

উল্লেখযোগ্য ঘটনাবলি :

১৭০২ - ফোর্ট উইলিয়াম দুর্গে প্রথম ব্রিটিশ পতাকা উত্তোলন হয়।
 
১৭৬৯ - ক্যাপটেন কুক নিউজিল্যান্ডে পদার্পণ করেন।
 
১৮৬০ - ভারতীয় দণ্ডবিধি আইনে পরিণত হয়। তবে এর কার্যকারিতা শুরু হয় ১৮৬২ সালের ১ জানুয়ারি।
 
১৯০৮ - বসনিয়া ও হারজেগোভেনিয়া ভূখণ্ডকে অস্ট্রিয়া নিজ অধিকারভুক্ত করে।
 
১৯১৮ - তুর্কি সাম্রাজ্যের অধীন বৈরুতে ফ্রান্সের দখল কায়েম।
 
১৯২৮ - চিয়াং কাইশেক চীনের রাষ্ট্রপতি হন।
 
১৯৭২ - মেক্সিকোর সিয়াটলের কাছে ট্রেন লাইনচ্যুত হয়ে ২০৮ জন নিহত হন।
 
১৯৭৩ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ক্যামেরুন।
 
১৯৭৬ - থাইরেন্ডে সামরিক অভ্যুত্থান হয়।
 
১৯৯৫ - বসনিয়ায় ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর হয়। 

ইতিহাসে আজকে যাদের জন্ম :
 
৮৭৭   - চার্লস টাক, রোমান সম্রাট।
 
১৬৬০ - পল স্কারণ, ফরাসি কবি ও লেখক।
 
১৮২০ - জেনি লিন্ড, সুইডিশ অপেরা গায়িকা।
 
১৮৩১ - রিচার্ড ডেডেকিন্ট, জার্মান গণিতবিদ।
 
১৮৮৭ - লে করবুসিয়, সুইস স্থপতি ও নগর পরিকল্পনাবিদ।
 
১৮৮৮ - নির্মলচন্দ্র চন্দ্র, জাতীয়তাবাদী রাজনীতিবিদ ও আইনজীবী।
 
১৮৯২ - লর্ড আলফ্রেড টেনিসন, ব্রিটিশ কবি।
 
১৮৯৩ - মেঘনাদ সাহা, বাঙালি জ্যোতিঃপদার্থবিজ্ঞানী।
 
১৯০৩ - আর্নেস্ট টমাস সিন্টন ওয়াল্টন, নোবেল পুরস্কার বিজয়ী আইরিশ পদার্থবিদ ও অধ্যাপক।
 
১৯০৬ - জ্যানেট গেনর, মার্কিন অভিনেত্রী ও চিত্রশিল্পী।
 
১৯০৮ - ক্যারল লমবার্ড, মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী। মোহাম্মদ মোদাব্বের, বাংলাদেশি সাংবাদিক, শিশুসাহিত্যিক ও বিশিষ্ট সমাজসেবক।
 
১৯১২ - অগাস্ট মারি ফ্রাঙ্কইস বেরনাইয়েরট, নোবেল পুরস্কার বিজয়ী বেলজিয়ান রাজনীতিবিদ ও ১৪তম প্রধানমন্ত্রী।
 
১৯৩০ - রিচি বেনো, অস্ট্রেলীয় ক্রিকেটার।
 
১৯৩১ - নিকলাই চের্নিখ, রুশ বংশোদ্ভূত সোভিয়েত জ্যোতির্বিজ্ঞানী। রিকার্ডো গিয়াকনি, ইতালীয় বংশোদ্ভূত মার্কিন জ্যোতিঃপদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিদ।
 
১৯৩৩ - ভারতীয় বাঙালি কবি অলোকরঞ্জন দাশগুপ্ত।
 
১৯৩৪ - আবুল মাল আবদুল মুহিত, বাংলাদেশি অর্থনীতিবিদ, কূটনীতিবিদ ও ভাষাসৈনিক।
 
১৯৪৬ - জন ক্রেইগ ভেন্টার, মার্কিন জীববিজ্ঞানী। টনি গ্রেগ, ইংরেজ ক্রিকেটার ও ক্রিকেট ধারাভাষ্যকার।
 
১৯৬৬ - শিরীন শারমিন চৌধুরী, বাংলাদেশি রাজনীতিবিদ, বাংলাদেশের প্রথম নারী ও সর্বকনিষ্ঠ স্পিকার। নিয়াল কুইন, সাবেক আইরিশ ফুটবলার ও ম্যানেজার।
 
১৯৮৬ - অলিভিয়া থিরল্বয়, মার্কিন অভিনেত্রী।
 
১৯৮৯ - শফিউল ইসলাম সুহাস, বাংলাদেশি ক্রিকেটার।
 
ইতিহাসে আজকে যাদের মৃত্যু :

১৯৫১ - অট্টো ফ্রিটজ মেয়ারহফ, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান বংশোদ্ভূত মার্কিন চিকিৎসক ও বায়োকেমিস্ট।
 
১৯৬২ - টড ব্রাউনিং, মার্কিন অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।
 
১৯৬৭ - যতীন্দ্রচন্দ্র ভট্টাচার্য, সুভাষচন্দ্র বসুর সহযোগী।
 
১৯৮১ - মুহাম্মদ আনোয়ার আল সাদাত, নোবেল পুরস্কার বিজয়ী মিশরীয় রাজনীতিবিদ ও ৩য় প্রেসিডেন্ট।
 
১৯৯২ - বিল ও’রিলি, বিখ্যাত অস্ট্রেলীয় ক্রিকেটার।
 
১৯৯৯ - আমালিয়া রডরিগুয়েজ, পর্তুগিজ গায়িকা ও অভিনেত্রী।
 
২০০০ - রিচার্ড ফার্নসওয়ার্থ, মার্কিন অভিনেতা ও স্টান্ট।
 
২০১২ - আন্তোনিও থিসনেরস, পেরুদেশীয় কবি।
 
২০২০ - এডি ভ্যান হ্যালেন, গিটারিস্ট।


আমার বার্তা/এমই