১৬ অক্টোবর ঘটে যাওয়া নানান ঘটনা

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ০৯:২০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

আজ বুধবার, ১৬ অক্টোবর  ২০২৪ ● ৩১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ● ১২ রবিউস সানি ১৪৪৬। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

উল্লেখযোগ্য ঘটনাবলি :

৬৯০ - উ জে টিয়ান চীনের প্রথম সম্রাজ্ঞী হন। উ জে টিয়ান হলেন চীনের ইতিহাসে একমাত্র সম্রাজ্ঞী।

১৭১০ - ব্রিটিশ সৈন্যরা পোর্ট রয়্যাল দখল করে।

১৭৫৬ - মনিহারীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার কাছে শওকাত জং পরাজিত ও নিহত হন।

১৭৫৭ - অস্ট্রিয়ার সৈন্যরা বার্লিন দখল করে।

১৭৯৩ - ওয়াটারলু যুদ্ধে পরাজয়ের পর নেপোরিলয়ন বোনাপাটের হেরেনা দ্বীপে নিবার্সন করেন।

১৮১৫ - ওয়াটারলু যুদ্ধে পরাজয়ের পর নেপোলিয়ন বোনাপার্টকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে পাঠানো হয়।

১৮২৯ - আমেরিকার প্রথম আধুনিক ট্রিমোন্ট হোটেল উদ্বোধন করা হয়।

১৮৩৪ - আগুনে লন্ডন পার্লামেন্টের অনেক মূল্যবান দলিল পুড়ে যায়।

১৮৬৭ - আলাস্কা গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করে।

১৯০৫ - লর্ড কার্জন প্রথম বঙ্গভঙ্গ কার্যকর করলে পূর্ববঙ্গের জন্ম হয় এবং সারা বাংলায় এর বিরুদ্ধে প্রতিবাদ হয়।

১৯০৫ - স্বদেশী আন্দোলনের প্রাণকেন্দ্র কলকাতার ফেডারেশন হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আনন্দমোহন বসু।

১৯১৫ - রাজকীয় ব্রিটেন বুলগেরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৯১৬- যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে প্রথম জন্মনিয়ন্ত্রক ক্লিনিক উদ্বোধন।

১৯২৩ - ওয়াল্ট ডিজনি ও তাঁর ভাই ডিজনি মিলে দি ওয়াল্ট ডিজনি কম্পানি প্রতিষ্ঠা করেন।

১৯৩৪ - চীনে চিয়াং কাই শেকের বিরুদ্ধে এক লাখ সেনাসহ মাও সেতুংয়ের ৯ হাজার মাইল লং মার্চ।

১৯৪৩ - বাংলায় ঘূর্ণিঝড়ে ও জলোচ্ছ্বাসে ৪০ হাজার লোকের জীবনাবসান ঘটে।

১৯৪৫ - কুইবেক ও কানাডায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) প্রতিষ্ঠিত হয়।

১৯৪৯ - চীন ও মঙ্গোলিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।

১৯৬৪ - চীনে প্রথমবারের মতো পারমাণবিক বোমার বিস্ফোরণ হয়।

১৯৯৭- এক কোটি ৩৮ লাখ ডলার আত্মসাতের অভিযোগে সুইস তদন্তকারী কর্তৃক পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও তার পরিবার বর্গের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে।

১৯৯৮ - লন্ডনে চিলির সাবেক স্বৈরশাসক অগুস্তো পিনোশ গ্রেপ্তার হন।

ইতিহাসে আজকে যাদের জন্ম :

১৪৩০ - স্কটল্যান্ডের রাজা দ্বিতীয় জেমস জন্মগ্রহণ করেন।

১৮৪০ -জাপান কুরডা কিয়টাকা, তিনি ছিলেন জাপানি রাজনীতিবিদ ও ২য় প্রধানমন্ত্রী।

১৮৫৪ - ব্রিটিশ নাট্যকার, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক অস্কার ওয়াইল্ড জন্মগ্রহণ করেন।

১৮৬৩ -অস্টিন চেম্বারলেইন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রাজনীতিবিদ ও চ্যান্সেলর।

১৮৮৮ -ইউজিন ও’নিল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান নাট্যকার।

১৯২৭ -গুন্টার গ্রাস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী পোলিশ জার্মান লেখক, কবি, নাট্যকার ও অঙ্কনশিল্পী।

১৯৪৮ -হেমামালিনী, তিনি ভারতীয় অভিনেত্রী, পরিচালক, প্রযোজক ও রাজনীতিবিদ।

১৯৫৬ -রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ, তিনি বাংলাদেশি কবি ও গীতিকার।

১৯৬২ -ফ্লেয়া, তিনি অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত আমেরিকান খাদ প্লেয়ার, গীতিকার ও অভিনেতা।

১৯৭০ -মেহমেট সচহল, তিনি জার্মান ফুটবলার ও ম্যানেজার।

১৯৮৬ -ডারক বেররিগটের, তিনি ডাচ ফুটবল।

১৯৯০ -আমিনা সাট, তিনি জাপানি গায়ক।

ইতিহাসে আজকে যাদের মৃত্যু :

১৩৫৫ - সিসিলির রাজা লুইস মৃত্যুবরণ করেন।

১৫৫৩ - লুকাস ক্রানাচ এল্ডার, তিনি ছিলেন জার্মান চিত্রকর ও খোদকার।

১৭৯১ - গ্রেগরি পটেমকিন, তিনি ছিলেন রাশিয়ান সাধারণ ও রাজনীতিবিদ।

১৯৫১ - লিয়াকত আলি খান, তিনি ছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও প্রখ্যাত মুসলিম লীগ নেতা।

১৯৫৯ - জর্জ ক্যাটলেট মার্শাল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সেনানায়ক, সেনাপ্রধান, স্বরাষ্ট্রমন্ত্রী ও তৃতীয় প্রতিরক্ষামন্ত্রী।

১৯৮৭ - বিশিষ্ট সমাজসেবিকা ও কমিউনিস্ট নেত্রী মনোরমা বসু মাসিমা মৃত্যুবরণ করেন।

১৯৯৪ - সাহিত্যিক গজেন্দ্রকুমার মিত্র মৃত্যুবরণ করেন।

২০০৩ - আভনি আরবাস, তিনি ছিলেন তুর্কি চিত্রশিল্পী।

২০০৫ - উরসুলা হওেলস, তিনি ছিলেন ইংরেজ অভিনেত্রী।

২০১০ - বারবারা বিলিংসলির, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী। 


আমার বার্তা/এমই