পাঁচদিনে দেশে বৃষ্টির প্রবণতা আরও বাড়ার পূর্বাভাস

প্রকাশ : ০৫ জুলাই ২০২৪, ১৬:৩৯ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক:

আগামী পাঁচদিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে তাপমাত্রা কিছুটা ওঠানামা করলেও অনেকটা অপরিবর্তিত অবস্থাতেই থাকতে পারে। আবহাওয়া অফিসের বর্ধিত পূর্বাভাস বিশ্লেষণ করে এমনটাই জানা যায়।

আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এ অবস্থায় আজ শুক্রবারও রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

এদিকে, দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া সারাদেশে আজ দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


আমার বার্তা/জেএইচ