রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছে। কোথাও হালকা আবার কোথাও কোথাও ভারী বৃষ্টি হচ্ছে। আগামী কয়েকদিন থেমে থেমে বিভিন্ন এলাকায় এই বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে।

রাজধানীর আগারগাঁও, মিরপুর, বিজয় সরণী, ফার্মগেট, গ্রিনরোড, পান্থপথ, শুক্রবাদ, কলাবাগান, ধানমন্ডি,  মালিবাগ, মগবাজার, মৌচাক, রামপুরা, শান্তিনগর,  মতিঝিলসহ আশেপাশের প্রায় সব এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এরমধ্যে কোথাও হালকা, কোথাও মাঝারি আবার কোথাও কোথাও ঝড়ো হাওয়াসহ ভারী বৃষ্টির মধ্যে পড়েছেন রাজধানীবাসী।

আবহাওয়া অধিদফতর জানায়,  রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সরাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


আমার বার্তা/এমই