ই-পেপার শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২

ঢাকায় প্রথমবারের মতো একটি সরকারি গ্রিন বিল্ডিং নির্মিত হচ্ছে

আমার বার্তা অনলাইন:
২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪২
আপডেট  : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৬

ঢাকা শহরে প্রথমবারের মতো একটি সরকারি গ্রিন বিল্ডিং নির্মিত হতে যাচ্ছে। পরিবেশ অধিদপ্তরের নতুন অফিস ভবনই হবে সেই মাইলফলক। আধুনিক পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে ভবনটিকে প্রতিষ্ঠা করা হবে এনভায়রনমেন্টাল সেন্টার অব এক্সিলেন্স হিসেবে।

রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এ তথ্য জানান মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, পরিবেশ অধিদপ্তরের নতুন ভবনে রেইনওয়াটার হার্ভেস্টিং, সোলার পাওয়ার, স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি)সহ বিভিন্ন সবুজ প্রযুক্তি ব্যবহার করা হবে। গ্রিন বিল্ডিং নির্মাণে পোশাক শিল্প খাতের অভিজ্ঞতা থেকেও পরামর্শ নেওয়া হবে।

এ সময় তিনি জানান, ঢাকার বাইরে বিশেষ করে গাজীপুরসহ বিভিন্ন শিল্পঘন এলাকায় পরিবেশ অধিদপ্তরের নিজস্ব ভবন স্থাপন করা হবে। এতে স্থানীয় পর্যায়ে পরিবেশ সুরক্ষা কার্যক্রম আরও শক্তিশালী হবে। পাশাপাশি এনফোর্সমেন্ট কার্যক্রম জোরদারে পর্যাপ্ত পরিবহনের ব্যবস্থাও রাখা হবে।

উপদেষ্টা উন্নয়ন প্রকল্পসমূহ সময়মতো ও সঠিকভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, সরকারি কার্যক্রমে বিলম্ব বা শৈথিল্য জনগণের প্রত্যাশা পূরণে বাধা সৃষ্টি করে। তাই প্রত্যেকে আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন, পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, অতিরিক্ত সচিব (প্রশাসন ও উন্নয়ন) মো. খায়রুল হাসান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামানসহ বিভিন্ন প্রকল্প পরিচালক।

আমার বার্তা/এল/এমই

ঢাকা শহরে প্রথমবারের মতো একটি সরকারি গ্রিন বিল্ডিং নির্মিত হতে যাচ্ছে। পরিবেশ অধিদপ্তরের নতুন অফিস ভবনই হবে সেই মাইলফলক। আধুনিক পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে ভবনটিকে প্রতিষ্ঠা করা হবে এনভায়রনমেন্টাল সেন্টার অব এক্সিলেন্স হিসেবে।

রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এ তথ্য জানান মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, পরিবেশ অধিদপ্তরের নতুন ভবনে রেইনওয়াটার হার্ভেস্টিং, সোলার পাওয়ার, স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি)সহ বিভিন্ন সবুজ প্রযুক্তি ব্যবহার করা হবে। গ্রিন বিল্ডিং নির্মাণে পোশাক শিল্প খাতের অভিজ্ঞতা থেকেও পরামর্শ নেওয়া হবে।

এ সময় তিনি জানান, ঢাকার বাইরে বিশেষ করে গাজীপুরসহ বিভিন্ন শিল্পঘন এলাকায় পরিবেশ অধিদপ্তরের নিজস্ব ভবন স্থাপন করা হবে। এতে স্থানীয় পর্যায়ে পরিবেশ সুরক্ষা কার্যক্রম আরও শক্তিশালী হবে। পাশাপাশি এনফোর্সমেন্ট কার্যক্রম জোরদারে পর্যাপ্ত পরিবহনের ব্যবস্থাও রাখা হবে।

উপদেষ্টা উন্নয়ন প্রকল্পসমূহ সময়মতো ও সঠিকভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, সরকারি কার্যক্রমে বিলম্ব বা শৈথিল্য জনগণের প্রত্যাশা পূরণে বাধা সৃষ্টি করে। তাই প্রত্যেকে আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন, পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, অতিরিক্ত সচিব (প্রশাসন ও উন্নয়ন) মো. খায়রুল হাসান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামানসহ বিভিন্ন প্রকল্প পরিচালক।

আমার বার্তা/এল/এমই

পঞ্চগড়ে বইছে হিমেল হাওয়া, তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে

উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। কুয়াশায় মোড়ানো সারা এলাকা।

দূষিত শহরের তালিকায় আজ তৃতীয় স্থানে ঢাকা

বায়ুদূষণের তালিকায় বিশ্বে তিন নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বাতাসের মান সূচকে ঢাকার বায়ুর স্কোর

ধেয়ে আসছে সুপার টাইফুন ‘ফাং-ওয়ং’, সরানো হলো ১ লাখ বাসিন্দাকে

সুপার টাইফুনে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘ফাং-ওয়ং’। এর ফলে ফিলিপাইনের পূর্ব ও উত্তরাঞ্চল থেকে ১ লাখের

দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণ, ঢাকার বাতাসও খুব অস্বাস্থ্যকর

বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। বিশেষ করে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শততম টেস্টে বিশেষ সম্মাননা পাচ্ছেন মুশফিক

হোয়াটসঅ্যাপে আসছে থার্ড-পার্টি চ্যাট: পরিবর্তন আনছে মেটা

খতমে নবুওয়ত মহাসম্মেলনে কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান

বাংলাদেশে ইন্টারনেট স্বাধীনতায় উল্লেখযোগ্য অগ্রগতি: ফ্রিডম হাউসের প্রতিবেদন

প্রেমের ফাঁদ থেকে নির্মম হত্যা: ড্রামে মিলল ব্যবসায়ীর ২৬ খণ্ড দেহ

নির্বাচনে ব্যাঘাত ঘটানোর মতো শক্তি আ.লীগের নেই: প্রেস সচিব

ইথিওপিয়ায় চোখ রাঙাচ্ছে নতুন প্রাণঘাতী ছোঁয়াচে ভাইরাস 'মারবুর্গ'

পানিফল খেলে হার্ট-লিভারের সুস্থতার পাশাপাশি আরও যা পাওয়া যায়

ঢাবিতে ৯ বিশ্ববিদ্যালয়ের 'আর্ট ফর ইক্যুয়ালিটি' ওয়ার্কশপ

দিনে ৮ ঘণ্টা অফিসে বসে থাকেন? এই ৫ অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিসের ঝুঁকি

বিশ্বকাপে জায়গা করে নিল ক্রোয়েশিয়া, অপেক্ষায় আরও ১৩ দল

গাজীপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্ত্রী নিহত, স্বামী গুরুতর আহত

এই ফলাফল বিস্ময়কর, নির্বাচন শুরু থেকেই সুষ্ঠু ভাবে হয়নি: রাহুল

১৫ নভেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

রাজধানীতে শীতের ছোঁয়া, তাপমাত্রা কমে ১৮ ডিগ্রি সেলসিয়াস

কাশ্মিরে থানায় বিস্ফোরণ, নিহত ৭ — আহত অন্তত ২৭

বিহারে এনডিএ’র বড় জয়, মোদির লক্ষ্য পশ্চিমবঙ্গ

কেরানীগঞ্জে তারুণ্যের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির গুচ্ছ পরীক্ষা ৩ জানুয়ারি

আরোপিত আদেশে সংসদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করা যাবে না