সিডিআরআই প্রতিবেদন: জলবায়ু ঋণ বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ ফাঁদে ফেলছে
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১১:৩৭ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

জলবায়ু ঋণ দ্রুত বৃদ্ধির ফলে বাংলাদেশসহ বিশ্বের ঝুঁকিপূর্ণ দেশগুলো গভীর ফাঁদে পড়ছে বলে সতর্ক করেছে ক্লাইমেট ডেট্ রিস্ক ইনডেক্স-২০২৫ (সিডিআরআই)।
রোববার (১৬ নভেম্বর) ব্রাজিলের বেলেমে এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত প্রতিবেদনটি প্রকাশ করা হয়। ঢাকা-ভিত্তিক চেঞ্জ ইনিশিয়েটিভ এবং ইয়ুথ পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ওয়াইপিএসএ)-যৌথ উদ্যোগে এ প্রতিবেদন প্রকাশ করেছে।
এতে বলা হয়, বৈশ্বিক উষ্ণতা বাড়ার সঙ্গে জলবায়ু বিপন্ন দেশগুলোকে বেঁচে থাকার জন্য ঋণ নিতে বাধ্য করা হচ্ছে। প্রতিবেদনে ৫৫টি জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশের অর্থনৈতিক অবস্থা বিশ্লেষণ করা হয়েছে। এর মধ্যে ১৩টি দেশ ‘অত্যন্ত উচ্চ ঝুঁকিতে’, ৩৪টি ‘উচ্চ ঝুঁকিতে’ এবং মাত্র দুটি দেশ ‘নিম্ন ঝুঁকিতে’ রয়েছে।
প্রতিবেদনে, বাংলাদেশকে সেই দেশগুলোর একটি হিসেবে চিহ্নিত করা হয়েছে, যারা এ দশকের মধ্যেই জলবায়ু ঋণে ‘অত্যন্ত উচ্চ ঝুঁকি’ গ্রুপে নেমে যেতে পারে—যদি বৈশ্বিক জলবায়ু অর্থায়ন গ্রান্ট, ঋণমুক্তি ও ঋণ-বিনিময় সংস্কারে না যায়। বাংলাদেশের জলবায়ু অর্থায়নের অবস্থা বিশ্বে সবচেয়ে অসম ঋণগুলোর মধ্যে একটি। দেশটির ঋণ-টু-গ্রান্ট অনুপাত ২.৭০, যেখানে প্রতিবেশী নেপালের অনুপাত মাত্র ০.১০।
আমার বার্তা/এল/এমই
