বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘শেন-ইয়ার’ সৃষ্টি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ১৪:৪১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

মালাক্কা প্রণালী ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি প্রথমে গভীর নিম্নচাপ ও পরে ঘূর্ণিঝড় ‘শেন-ইয়ার’ এ পরিণত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) আবহাওয়া অফিসের এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ‘শেন-ইয়ার’ আজ সকাল ৬টায় একই এলাকায় অবস্থান করছিল। এটি আরও পশ্চিমদিকে অগ্রসর হতে পারে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘শেন-ইয়ার’ ভারতের উপকূল কিংবা বাংলাদেশের উপকূল দিয়ে অতিক্রমের আশঙ্কা নেই। এটি সাগরে ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়তে পারে। মালয়েশিয়া কিংবা ইন্দোনেশিয়া উপকূল দিয়েও অতিক্রম করতে পারে।
এদিকে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ করতে বারণ হয়েছে।
আমার বার্তা/এল/এমই
