ই-পেপার বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১

মুগ্ধর মৃত্যু নিয়ে জাবি অধ্যাপকের সন্দেহ, তোপের মুখে পোস্ট ডিলিট

আমার বার্তা অনলাইন
২৬ নভেম্বর ২০২৪, ১০:১৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগের অধ্যাপক নাসরিন সুলতানা জুলাই আন্দোলনে নিহত হওয়া মীর মাহফুজুর রহমান মুগ্ধর মৃত্যু নিয়ে সন্দেহ পোষণ করেছেন।

শনিবার (২৩ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে এ সংক্রান্ত পোস্ট দেন তিনি।

পোস্টে তিনি লেখেন, ‘কিছুদিন আগে একজন মেসেজ দিয়ে বললো, সবাই আবু সাঈদের কবরে যায়, কিন্তু মুগ্ধর কবরে যায় না কেন? আমি বললাম, কারণ, আবু সাঈদ জামায়াতের লোক ছিল, তাদের লোক ছিল। এরপর সে আমার উত্তরে হা হা রিয়েকশন দিলো। হা হা রিয়েকশনের অর্থ তখন বুঝিনি। কাল একজন বললো, মুগ্ধর লাশ, কবরের নাকি হদিস পাওয়া যায়নি। মুগ্ধর পরিবার নাকি কোনও মামলাও করেনি। মুগ্ধর ভাই নাকি বিদেশে ঘুরেফিরে ছবি আপলোড করে বেড়াচ্ছে।’

তিনি আরও লেখেন, ‘আজ শুনলাম মুগ্ধ নাকি ফ্রান্সে। নিজের কানকে তো বিশ্বাস করতে পারছি না।’

এই পোস্টের পর শিক্ষার্থীদের তোপের মুখে পোস্টটি ডিলিট করেন তিনি। এরপর আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘আমার আগের স্ট্যাটাস অনেকের মনে কনফিউশন তৈরি করেছে বলে ডিলিট করা হলো। আমি শুধু লোকজন আমাকে কী বলেছে, সেটা বলেছি। আমি নিজের কোনও মতামত দিইনি। কারও মনে আঘাত দিয়ে থাকলে আমি দুঃখিত।’

শিক্ষকের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে তার প্রতি ক্ষুব্ধ শিক্ষার্থীরা। তাকে চাকরি থেকে বরখাস্তের দাবি জানিয়েছেন। ইংরেজি বিভাগের শিক্ষার্থী সিফাত বলেন, ‘অবিলম্বে এই আওয়ামী দোসরকে চাকরি থেকে বরখাস্ত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে জানতে নাসরিন সুলতানার সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।

জানা যায়, সহযোগী অধ্যাপক নাসরিন সুলতানা ২০১১ সালে দর্শন বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন।

প্রসঙ্গত, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র মীর মাহফুজুর রহমান মুগ্ধ। তিনি আন্দোলন চলাকালীন ক্লান্ত শিক্ষার্থীদের মধ্যে পানি বিতরণ করছিলেন। সেই সময় হঠাৎ সংঘর্ষ বাঁধে এবং তিনি গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার কয়েকদিন পর মুগ্ধর বড় ভাই মীর মাহমুদুর রহমান দীপ্ত সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওটিতে দেখা যায়, মুগ্ধ আন্দোলনকারীদের হাতে পানি তুলে দিচ্ছেন। এই ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং মুগ্ধর মৃত্যু নিয়ে নানামুখী প্রতিক্রিয়া দেখা যায়।

আন্দোলনে শহীদ হওয়া ব্যক্তিদের স্মরণে প্রতিষ্ঠিত হয় ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’। বর্তমানে এই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন মুগ্ধর যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

আমার বার্তা/জেএইচ

ইসলামী বিশ্ববিদ্যালয় ৪৬ বছরে চার সমাবর্তন, পঞ্চমের অপেক্ষায় শিক্ষার্থীরা

প্রতিষ্ঠার ৪৫ বছর পেরিয়ে ৪৬ বছরে পা রেখেছে দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ ইসলামী বিশ্ববিদ্যালয়।

সাংবাদিকদের ওপর চড়াও হলেন ন্যাশনাল মেডিকেলের শিক্ষার্থী-ডাক্তাররা

সংবাদ সম্মেলনে প্রশ্ন করার জেরে সাংবাদিকদের ওপর চড়াও হয়েছেন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের শিক্ষার্থী ও

সোহরাওয়ার্দীর পর কবি নজরুল কলেজও বন্ধ ঘোষণা

রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) কলেজের ওয়েবসাইটে দেওয়া

পবিপ্রবিতে ২৫ শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, বহিষ্কার ৭

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) প্রথম বর্ষের অন্তত ২৫ শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজির মামলা থেকে অব্যাহতি পেলেন তারেক রহমান

সাবেক মন্ত্রী-এমপিসহ ১৮ জন নতুন মামলায় গ্রেপ্তার

ইসলামী বিশ্ববিদ্যালয় ৪৬ বছরে চার সমাবর্তন, পঞ্চমের অপেক্ষায় শিক্ষার্থীরা

৯ দফা দাবিতে সচিবালয়ে বিক্ষোভ, নিরাপত্তা জোরদার

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন মির্জা ফখরুল

যুগ্ম সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ

ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদাসহ সব আসামিকে খালাস

অ্যাডভোকেট সাইফুলের জানাজায় হাসনাত-সারজিস

গণতন্ত্র-শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশ: মার্কিন দূতাবাস

আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

হাইকোর্টে জামিন আবেদন করেছেন সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী

ঢাকায় এবার জিকা রোগী শনাক্ত

আজ শহীদ ডাঃ শামসুল আলম খান মিলনের ৩৪ তম মৃত্যুবার্ষিকী

ইসকনকে নিষিদ্ধের দাবি হেফাজতে ইসলামের

পৃথক মামলায় সাবেক মন্ত্রী আনিসুল-কামরুল রিমান্ডে

ব্যাপক ধরপাকড়, ইসলামাবাদে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার পিটিআইয়ের

আইনজীবী সাইফুল হত্যার কঠোর শাস্তি হবে: উপদেষ্টা নাহিদ

উসকানিমূলক প্রতিবেদন না করতে সিএ প্রেস উইং ফ্যাক্টসের অনুরোধ

দুপুরে শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ