তারকাদের উপস্থিতিতে কক্সবাজারে বে হিলস’র যাত্রা শুরু
কক্সবাজারের সমুদ্রসৈকতে বসেছিল তারার মেলা। ঢাকা থেকে একে একে সব জনপ্রিয় শোবিজ তারকা পাড়ি জমান সমুদ্রতীরে। তবে ঘুরতে নন, কক্সবাজারের সমুদ্রসৈকত ঘেরা হিমছড়িতে গোল্ডস্যান্ডস্ গ্রুপের নতুন স্বপ্নযাত্রা হিসেবে যাত্রা শুরু করল চার তারকা মানের আন্তর্জাতিক হোটেল বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে-হিলস।