মোয়ানার টিজারে নজর কাড়লেন ক্যাথরিন
সমুদ্রের ডাক ফের উপেক্ষা করতে পারল না মোয়ানা। তবে এবার আর অ্যানিমেশনের রঙিন দুনিয়ায় নয়, মানুষের অবয়বে পর্দায় ফিরছে ডিজনির এই জনপ্রিয় চরিত্র। অবশেষে প্রকাশ্যে এল বহুল প্রতীক্ষিত 'মোয়ানা'র লাইভ-অ্যাকশন সিনেমার টিজার ট্রেলার। সদ্য মুক্তি পাওয়া এই টিজারে নাম ভূমিকায়