বিয়ে করলেন অভিনেত্রী মায়মুনা মম
হেমন্তের সন্ধ্যাটা তখনো খুব সাধারণই ছিল। কিন্তু শুক্রবারের (২১ নভেম্বর) গোধূলীলগ্নে সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ এক পশলা স্নিগ্ধ বাতাস বয়ে গেল। কোনো পূর্বঘোষণা ছাড়াই সামনে এলো একজোড়া হাতের ছবি, বরমাল্য আর লাজুক হাসি। জানা গেল, নির্মাতা-প্রযোজক রাফায়েল আহসান ও ছোট পর্দার