টেসলার রোবোট্যাক্সি চলবে চালক ছাড়াই!
প্রযুক্তির দুনিয়ায় আবারো বিশ্বের নজর কেড়েছে ইলন মাস্কের টেসলা। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার বুরবাকে আয়োজিত এক এআই ইভেন্টে, টেসলার সাইবার ক্যাবের নতুন একটি ভার্সন প্রদর্শন করেন এই ধনকুবের।
অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই গাড়ির অন্যতম বিশেষত্ব হলো এর অভ্যন্তরীণ ডিজাইন—এতে কোনো ‘স্টিয়ারিং হুইল’ নেই।