গুগল পিক্সেল ১০এ ফেব্রুয়ারিতেই আসতে পারে
গুগলের পরবর্তী বাজেট স্মার্টফোন পিক্সেল ১০এ নিয়ে আলোচনা জোরালো হচ্ছে। সাম্প্রতিক ফাঁস হওয়া তথ্য বলছে, ফেব্রুয়ারিতেই ফোনটি বাজারে আনতে পারে গুগল। নকশা ও স্পেসিফিকেশনের দিক থেকে এটি আগের পিক্সেল ৯এ–এর মতোই হতে পারে।
গত বছর গুগল পিক্সেল ১০ সিরিজ উন্মোচন করে।