মা: ভালোবাসার নিরবধি প্রতিমা
মে মাসের দ্বিতীয় রবিবার। আবার এসেছে বিশ্ব মা দিবস—একটি দিন যা পৃথিবীর প্রতিটি মানুষের হৃদয়ে জাগিয়ে তোলে চিরন্তন ভালোবাসার আলোড়ন। মা—একটি শব্দ, এক অক্ষর, অথচ এর ওজন পাহাড়সম। মায়ের প্রতি শ্রদ্ধা জানাতে এ দিবসের আয়োজন হয় অনেক দেশে, অনেক রকমে।