হজযাত্রীর লাগেজে তামাক-গুল থাকায় এজেন্সির কাছে ব্যাখ্যা তলব
হজ যাত্রীর লাগেজে অবৈধ তামাক পাতা ও গুল বহন করায় একটি এজেন্সির কাছে ব্যাখ্যা তলব করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
শনিবার (১০ মে) ডুলা ফকির এয়ার সার্ভিসের (হজ লাইসেন্স নং-২৯৪) কাছে ব্যাখ্যা চেয়ে চেয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়,