জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) শিক্ষার্থীরা আজ বিক্ষোভ প্রদর্শন করেছেন, যেখানে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলেছেন। শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর, বিদ্রোহী হলের সামনে একদল শিক্ষার্থী বিক্ষোভ কর্মসূচি শুরু করেন।
বিক্ষোভের সূত্রপাত হয় যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক এবং জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে ভারত-সমর্থিত 'রিফাইন্ড আওয়ামী লীগ' গঠনের ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। তাঁর পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে ওঠে এবং এতে তিনি দাবি করেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করা উচিত হবে না।
বিক্ষোভরত শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, "আমরা নতুন বাংলাদেশের জন্য লড়াই করেছি। যারা প্রাণ দিয়েছেন বা আহত হয়েছেন, তাদের সঙ্গে বেঈমানি করে আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না। সরকারের উচিত তাদের বিচার করা, না হলে আমরা আরও কঠোর আন্দোলন করব।"
তারা আরও বলেন, "আওয়ামী লীগ ছাড়া কোন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না—এমন বক্তব্য একেবারে অগ্রহণযোগ্য। আমরা একচেটিয়া রাজনীতি এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এবং আমরা তা করেই ছাড়ব।"
হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে আরও দাবি করেন, ভারত-সমর্থিত একটি নতুন 'রিফাইন্ড আওয়ামী লীগ' গঠনের পরিকল্পনা চলছে, যেখানে শেখ হাসিনাকে বাদ দিয়ে শেখ মুজিবের আদর্শকে ব্যবহার করে নতুন দল তৈরি করার চেষ্টা চলছে। তিনি জনগণের সমর্থন চান যাতে এই ষড়যন্ত্র প্রতিহত করা যায় এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হয়।
বিশ্ববিদ্যালয়ে চলমান এই বিক্ষোভ আন্দোলন এখন কী ধরনের প্রভাব ফেলবে, তা ভবিষ্যতে নির্ধারিত হবে।
আমার বার্তা/সামী আহম্মেদ পাভেল/এমই