দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভর্তিচ্ছুদের অনেকে নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রে পৌঁছাতে পারেন না। তাদেরকে দ্রুত পৌঁছে দিতে ছাত্রদলের এই উদ্যোগ প্রশংসা পেয়েছে বিভিন্ন মহলে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের নির্ধারিত কেন্দ্রে পৌঁছে দিতে ‘জরুরি বাইক সার্ভিস’ চালু করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
শনিবার (১৯ এপ্রিল) ‘এ’ ইউনিট তথা কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে রাজনৈতিক ছাত্রসংগঠনগুলোর পাশাপাশি অরাজনৈতিক জেলা ও উপজেলা ছাত্রকল্যাণ সংগঠনগুলোর কার্যক্রম ছিল চোখে পড়ার মতো। পুরো ক্যাম্পাসই ভরে যায় চেয়ার-টেবিল-ব্যানারে।
পরীক্ষা দিতে আসা আবির মাহমুদ নামে এক শিক্ষার্থী বলেন, খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে। আমি একা প্রথম রাজশাহীতে আসছি, কিছুই চিনি না। ভাইদেরকে বলার পর তারা আমাকে যে ভবনে পরীক্ষা সেখানে নামিয়ে দিয়ে গেলেন। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা কেন্দ্র চেনে না তাদের জন্য এটা খুবই হেল্পফুল।
এ বিষয়ে শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম বলেন, আমাদের বাইক সার্ভিসের বাইকগুলা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করছে। এখানে সর্বমোট ১১টি বাইক কাজ করছে। বাইক সার্ভিসের তত্ত্বাবধানে রয়েছেন ছাত্রদলের কর্মী নাহিউল জীবন। এছাড়াও আমাদের মেডিকেল সেবা, ট্রাফিক সেবা, খাবার পানি, স্যালাইন, শিক্ষার্থীদের তথ্যসেবা,অভিভাবকদের বসার ব্যবস্থা রয়েছে৷ রাবি ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে আছে বলে জানান তিনি।
উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, যতক্ষণ পর্যন্ত কোনো রাজনৈতিক দল বা স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষার্থী এবং অভিভাবকদের সহযোগিতায় কাজ করবে ততক্ষণ আমি তাদের প্রশংসা করবো। তারা যে মিটিং-মিছিল বাদ দিয়ে স্বেচ্ছাসেবক হয়ে কাজ করছে এটা সত্যি প্রশংসনীয়।
আমার বার্তা/এল/এমই