ই-পেপার সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

রাবি প্রোভিসির ফেসবুক স্টোরিতে শিক্ষক নিয়োগে জামায়াত নেতার সুপারিশ

আমার বার্তা অনলাইন:
০৩ আগস্ট ২০২৫, ১৫:৫৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. ফরিদ উদ্দীন খানের ফেসবুক স্টোরিতে ভেসে উঠেছে শিক্ষক নিয়োগে জামায়াতের সাবেক এমপির সুপারিশ করা প্রবেশপত্র।

স্টোরিটি ১৫ মিনিটের মতো স্থায়ী থাকলেও পরক্ষণে ডিলিট করে দেন অধ্যাপক ফরিদ। তবে স্টোরির স্ক্রিনশট নিয়ে চলছে ব্যাপক সমালোচনা।

শনিবার (২ আগস্ট) রাত ১২টার দিকে দেওয়া ওই স্টোরিতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগে প্রভাষক নিয়োগের প্রবেশপত্রে চাঁপাইনবাবগঞ্জের সাবেক এমপি (জামায়াত) মো. লতিফুর রহমান সুপারিশ করেছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের দুইবারের সাবেক এমপি। ১৯৮৬ ও ১৯৯১ সালের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

এদিকে ওই প্রার্থীর প্রবেশপত্র ভুলভাবে স্টোরিতে চলে এসেছে উল্লেখ করে অধ্যাপক ফরিদ খান ফেসবুকে লিখেছেন, আমার ফেসবুক স্টোরিতে একজন আবেদনকারীর প্রবেশপত্র কীভাবে আপলোড হয়েছে বুঝতে পারিনি। তবে মোবাইল ফোনটি নিয়ে আমার ছেলে বেশ কিছু সময় গেম খেলেছিল। তখন হয়তো ভুলবশত স্টোরিতে এসে গেছে।

তিনি আরও লিখেছেন, প্রতিদিনই কোনো না কোনো আবেদনকারী বা তাদের পক্ষে বিভিন্ন সূত্রে সাক্ষাৎ করতে এসে সিভি-প্রবেশপত্র দিয়ে যায়। আবার অনেকে ফোন করে আবেদনকারীর প্রবেশপত্র হোয়াটসঅ্যাপে সেন্ড করে, কেউ টেক্সট করে সুপারিশ পাঠায়। রুয়ার নির্বাচনের সময় একজন অ্যালামনাস যিনি সাবেক এমপি ছিলেন উনার সঙ্গে পরিচয় হয়। কয়েকদিন আগে উনি ফোন করে উনার এলাকার একজন আবেদনকারীর কথা বলেন এবং তার প্রবেশপত্র সেন্ড করেন।

শুধু জামায়াত নেতাই নয়, বিভিন্ন সূত্রে এমন ডজনখানিক সুপারিশ করা হয় উল্লেখ করে তিনি বলেন, পরিচিত অনেকেই এরকম সুপারিশ করেন। তাদের মধ্যে ছাত্র, শিক্ষক, বন্ধু, সহকর্মী, রাজনীতিক অনেকেই আছেন। এই মুহূর্তে আমার অফিসে এবং মোবাইল ফোনে ডজনখানিক এরকম সুপারিশ আছে। তবে এগুলো কোনোভাবেই লিখিত এবং মৌখিক পরীক্ষায় প্রভাব ফেলে না। আশা করি বিষয়টি নিয়ে কেউ ভুল বুঝবেন না। ভুলবশত এই স্টোরির জন্য দুঃখপ্রকাশ করছি। ধন্যবাদ।

সুপারিশ করা জামায়াতের সাবেক এমপি লতিফুর রহমান এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। মোবাইল নম্বরে কল করলে তিনি জানান, আমি অসুস্থ। আর বিষয়টা নিয়ে আমি অবগত আছি। তবে এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে রাজি না।

প্রবেশপত্রে করা সুপারিশ ও সিগনেচারটা কার জানতে চাইলে অধ্যাপক ফরিদ খান বলেন, যেভাবে স্টোরিতে থাকা ওই প্রবেশপত্র দেখা গেছে, আমার কাছে ওভাবেই এসেছিল। যিনি পাঠিয়েছেন তার লেখা কি না আমি নিশ্চিত নই।

ডজনখানিক প্রবেশপত্রে কারা সুপারিশ করেছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাকিগুলো শিক্ষক, ছাত্র, আবেদনকারী নিজেও এসেছে দেখা করতে। তবে কোনো রাজনৈতিক দলের কেউ নয়। সুপারিশপত্র কেউ দেখা করতে এসে দিয়ে গেছে। কেউ হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীবকে মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

আমার বার্তা/এল/এমই

বাকৃবিতে প্রতিবাদের লাল রঙ, নিশানায় বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের শিক্ষার্থীরা কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশনকে (বাহা)

জবিতে শিক্ষককে অপমানের অভিযোগে রেজিস্ট্রারের বিরুদ্ধে মানববন্ধন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) রেজিস্ট্রার কর্তৃক শিক্ষককে অপমান ও অসদাচরণের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের

আমার হাসব্যান্ড মারা গেছে এতে দুঃখ নাই, আমরা স্বৈরাচারের বিচার চাই

‘স্ত্রী-সন্তানের মায়া ত্যাগ করে আমার হাসব্যান্ড আন্দোলনে গিয়েছিল। ফ্যাসিস্টের হাতে গুলিবিদ্ধ হয়ে তিনি শহীদ হয়েছেন।

সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে প্রথম আলো বন্ধুসভার যাত্রা শুরু

তরুণদের মানবিকতা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক চেতনাকে জাগ্রত করার প্রত্যয়ে প্রথম আলো বন্ধুসভা সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ইউনিটের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম

কুমারখালী পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন, ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

ছাত্র-জনতার প্রত্যাশা পূরণে ছাত্রদলের ৯ দফা প্রতিশ্রুতি

স্বাস্থ্যখাত সংস্কারের গতি যেন হারিয়ে না যায়: ড. হোসেন জিল্লুর

নতুন সংবিধান প্রণয়নসহ ২৪ দফা ইশতেহার ঘোষণা এনসিপির

জুলাইয়ে এলো ৩০ হাজার কোটি টাকার রেমিট্যান্স

মুজিববাদী সংবিধান ভেঙে দিয়ে নতুন সংবিধান চাইতে এসেছি: সারজিস

বাকৃবিতে প্রতিবাদের লাল রঙ, নিশানায় বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশন

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক: তারেক রহমান

বাসা আর বাসভবনের বৈষম্য দূর করতে হবে: মোয়াজ্জেম হোসেন আলাল

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ১১১৫০ আসন, ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০

জবিতে শিক্ষককে অপমানের অভিযোগে রেজিস্ট্রারের বিরুদ্ধে মানববন্ধন

খিলক্ষেতে আওয়ামী কর্মীদের প্রশিক্ষণ দেয়ার ঘটনায় ২৬ জন গ্রেপ্তার

শহিদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে হবে: তারেক রহমান

জনগণই দেশের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

শহীদের ভাইয়ের বক্তব্য দিয়ে এনসিপির সমাবেশ শুরু

বরগুনায় ডেঙ্গু আক্রান্ত ছাড়িয়েছে ৫ হাজার

শেখ হাসিনাকে এই দেশে রাজনীতি করার সুযোগ দেবো না: মির্জা ফখরুল

যুক্তরাজ্য বিদেশি শিক্ষার্থীদের জন্য চালু করল ই-ভিসা