ই-পেপার বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ ফেস্ট-১৫ অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
২১ আগস্ট ২০২৫, ১৪:৪৮

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আয়োজিত হলো দিনব্যাপী ‘রিসার্চ ফেস্ট ২০২৫’। বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ (সিআইআর) এর আয়োজনে বুধবার (২০ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয় প্লাজায় উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা প্রধান অতিথি হিসেবে এ ফেস্টের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআইআর-এর পরিচালক প্রফেসর ড. এএইচএম রহমতউল্লাহ ইমন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, কোঅর্ডিনেটর, শিক্ষকবৃন্দ এবং আয়োজক কমিটির সদস্যরা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং নির্ধারণে গবেষণার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেবল পাঠদান দিয়ে একটি বিশ্ববিদ্যালয়কে টিচিং ইউনিভার্সিটি হিসেবে গড়ে তোলা সম্ভব হলেও, গবেষণামুখী পরিবেশ ও সংস্কৃতি গড়ে তুলতে না পারলে রিসার্চ ইউনিভার্সিটি হওয়া সম্ভব নয়। এ ধরনের আয়োজন গবেষণার সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

চারটি ক্যাটাগরিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ

ফেস্টে চারটি ক্যাটাগরিতে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে —

রিসার্চ আইডিয়া শেয়ারিংয়ে ৩৪টি টিম,

পোস্টার প্রেজেন্টেশনে ৩৭টি টিম,

প্রজেক্ট শোকেসিংয়ে ১৮টি টিম এবং

রিসার্চ অলিম্পিয়াডে ১৫০ জন শিক্ষার্থী অংশ নেন।

অংশগ্রহণকারী সবাইকে সনদ প্রদান করা হয়। পাশাপাশি প্রতিটি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ও রানারআপদের হাতে প্রাইজমানি ও সনদ তুলে দেওয়া হয়।

সমাপনী ও পুরস্কার বিতরণী

দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকেলে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. ফায়জার রহমান।

তিনি তার বক্তব্যে বলেন, “এই আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়ের জন্য সত্যিই আশাব্যঞ্জক। সমাজ ও দেশকে এগিয়ে নিতে গবেষণার কোনো বিকল্প নেই।”

স্বাগত বক্তব্যে সিআইআর-এর পরিচালক প্রফেসর এএইচএম রহমতউল্লাহ ইমন বলেন, “শিক্ষার্থীদের গবেষণার প্রতি আগ্রহী করে তুলতেই এই আয়োজন। আমরা বিশ্বাস করি, এই ফেস্ট শিক্ষার্থীদের গবেষণার মানসিকতা গড়ে তুলবে এবং ভবিষ্যতের গবেষক হিসেবে তাদের আরও শক্তিশালী করে তুলবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক ড. সুলতানা রাজিয়া এবং যুগ্ম আহ্বায়ক ডা. আব্দুল আউয়াল। তাঁরা জানান, ভবিষ্যতে আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়েও ‘রিসার্চ ফেস্ট’ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

আমার বার্তা/মেহেদী হাসান মিলন/এমই

ডাকসু নির্বাচনে ব্যালট পেপারে প্রার্থীদের ছবি যুক্তের দাবি

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ব্যালট পেপারে প্রার্থীদের নাম ও ব্যালট নম্বরের

বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টে'র ডাকসু ভিপি প্রার্থী তাহমিনা

ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর নেতৃত্ব দিচ্ছেন এর প্রতিষ্ঠাতা সভাপতি আল্লামা ইমাম হায়াত। বিশ্ব ইনসানিয়াত বিপ্লব

ইবিতে ‌অভ্যুত্থানবিরোধীদের তালিকা নিয়ে জুলাই স্বপক্ষের নেতৃবৃন্দের অসন্তোষ

গত বছরের জুলাই আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষক-কর্মকর্তা ও ছাত্রদের বিভিন্নভাবে হুমকি-ধামকি দেওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের

সানজিদা তন্বীর সম্মানে ডাকসুর গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিলো ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে জুলাই গণঅভ্যুত্থানে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের আরও এক তারকা খেলোয়াড়ের মৃত্যু

আ.লীগ-বিএনপি-জামায়াত ও এনসিপিসহ ৪২ জনের তালিকা প্রকাশ

দেশে ডেঙ্গুজ্বরে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১১ জন

বাগেরহাটে চার আসন বহালের দাবিতে সড়ক অবরোধ

শিল্পী ও মিডিয়ার মানুষরা অনুভূতি বিসর্জন দিয়েছেন: রিজভী

লফস বিতরণ করল মশারি, শিশুদের শিক্ষালাভের সঙ্গে ডেঙ্গু সচেতনতা

রোহিঙ্গা বিষয়ে সম্মেলনে অংশ নিতে কক্সবাজার যাবেন প্রধান উপদেষ্টা

মারা গেছেন ‘বিশ্বের সবচেয়ে ভালো বিচারক' ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও

যেকোনো ক্যাডারের কর্মকর্তাকে রাজস্ব নীতি বিভাগের সচিব নিয়োগ দেওয়া যাবে

পিআর পদ্ধতিতে নির্বাচন ভয়ংকর: বদিউল আলম মজুমদার

মহেশখালীতে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ সন্ত্রাসী আটক

দেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পরিবর্তন ঘটেছে: আখতার

ইমরান খানকে ৮ মামলায় জামিন দিল পাকিস্তানের সুপ্রিম কোর্ট

বিজিবির মৎস্য সপ্তাহ কর্মসূচির উদ্বোধন

বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন কূটনৈতিক পাসপোর্টধারীরা

বিক্ষোভে যোগ না দেওয়ায় দুই কারখানা শ্রমিকদের মধ্যে সংঘর্ষ

১৪৬ কোটি টাকার কর ফাঁকি, কর কর্মকর্তা লিংকন রায় বরখাস্ত

ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের কারণ

মাস্কের চ্যাটবট গ্রোক থেকে ফাঁস ৩ লাখের বেশি ব্যক্তিগত চ্যাট

প্রতিবন্ধী ভ্যানচালক লিমন হত্যাকান্ডের রহস্য উদঘাটন