
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ ডিবেট ফোরামের (এআইএসডিএফ) নতুন কার্যনির্বাহী কমিটি (২০২৫-২৬) ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে মুন্না শেখ এবং সাধারণ সম্পাদক পদে তানভীর হাসান -কে মনোনীত করা হয়েছে। মুন্না শেখ এবং তানভীর হাসান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ এর চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. কাজী মো. নাসির উদ্দিন , মডারেটর অধ্যাপক ড. মোঃ আব্দুল মান্নান, এআইএসডিএফ'র সদ্য বিদায়ী সভাপতি আবিদুল হক রাহাত ও সাধারণ সম্পাদক ইসরাত জাহান ইমুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি তুফান আহমেদ , রাফিউল হাসান , ফাহিম মুনতাসির ,বৃষ্টি আক্তার, আশিক বর্মণ, সুব্রত সরকার অন্তু, সুমন মিয়া। এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক ফারজানা ইসলাম আরজু, সাইফুল ইসলাম, তানজিলা আক্তার, মিনহাজুল আলম, জয় কুমার পোদ্দার, জাহিদুল ইসলাম রোমান, মিজান ভূইয়া।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন হাবিব ইমরান , দপ্তর সম্পাদক মেহেদী হাসান শিশির , অর্থ সম্পাদক পল্লব বিশ্বাস , প্রচার সম্পাদক তাফহিম রাফি , তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. ইসতিয়াক হোসাইন , প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক মাইশা হোসাইন , বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাসান মিয়া , আইন সম্পাদক সাইদুল ইসলাম , ছাত্রী বিষয়ক সম্পাদক ইসরাত জাহান আনিকা , কর্মসূচি বিষয়ক সম্পাদক লিনাত তাসনিম, গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক মো. জিসান হাসান, মানবসম্পদ বিষয়ক সম্পাদক মো. আরমান , গবেষণা বিষয়ক সম্পাদক ওমর ফাহাদ রাহী , গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক মোঃ মাশফিক নাবিল , মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ , সাংস্কৃতিক সম্পাদক মো. আল-আমিন হোসেন, পরিকল্পনা সম্পাদক সায়মা ফারিদ স্মৃতি, , ক্রীড়া সম্পাদক জান্নাতুল ফেরদৌস মুনা , সাহিত্য সম্পাদক মাশফিকুর রহমান শিহাব , আপ্যায়ন সম্পাদক হিমাদ্র।
নবনির্বাচিত সভাপতি, মুন্না শেখ জানান, 'নতুন দায়িত্ব সবসময়ই নতুন অভিজ্ঞতা ও জ্ঞানের জন্ম দেয়। ডিবেট ফোরামের লিগ্যাসি ধরে রেখে নিজেদের সেরাটা দিয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ। যাতে বিতার্কিকরা শুধু বিশ্ববিদ্যালয়ে নয় পুরো দেশে নিজেদের সফলতার ছাপ রাখতে পারে।'
সাধারণ সম্পাদক তানভীর হাসান বলেন, " অগ্রজরা যে বিশ্বাস ও প্রত্যাশা নিয়ে আমার উপর এই দায়িত্ব অর্পণ করেছেন, আগামী এক বছর নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে সেই বিশ্বাস ও প্রত্যাশা পূরণে সচেষ্ট থাকবো, ইনশাআল্লাহ্।
আমার বার্তা/জেএইচ

