নারায়ণগঞ্জের ডিগ্রিচর বাজার এলাকায় ইজিবাইকের ধাক্কায় মোঃ মোস্তাকিম (০৬) নামে এক শিশু নিহত হয়েছে।
মোস্তাকিম নারায়ণগঞ্জ সদরের ডিগ্রিচর গ্রামের নাজমুল ইসলামের ছেলে।
বুধবার (৩০ অক্টোবর) সকাল সোয়া দশটা নাগাদ মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর মা সোনিয়া আক্তার জানান,আমার শিশু ছেলে মোস্তাকিম আজ সকালের দিকে মাদ্রাসায় যাচ্ছিল। ডিগ্রীরচর বাজারের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। পরে খবর পেয়ে আমরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ছেলে আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে শিশু মোস্তাকিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
আমার বার্তা/জেএইচ