রাজধানীর যাত্রাবাড়ী থানার মীর হাজির বাগ ইঞ্জিনিয়ার গলির পাকা রাস্তার পাশ থেকে অজ্ঞাতনামা এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর।
সোমবার (৬ জানুয়ারি) দিবাগত রাত পৌনে তিনটার দিকে এই ঘটনাটি ঘটে। পরে সুরতহাল প্রতিবেদন শেষে আজ দুপুরের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।
আজ বিকেলের দিকে বিষয়টি নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) মো. আবদুল করিম । তিনি বলেন, 'গতরাতে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করি। নিহত ওই ব্যক্তির দুই হাতে এবং পিঠে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।পরে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে'।
এস আই আব্দুল কাদের আরও বলেন, কে বা কারা অজ্ঞাত ওই ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করে ফেলে গেছে সে বিষয়টি জানার চেষ্টা চলছে।প্রাথমিকভাবে তাঁর নাম পরিচয় জানা যায়নি। প্রযুক্তির সহায়তায় নাম জানার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে ।
আমার বার্তা/এম রানা/এমই