ই-পেপার শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২

কমিউটার ট্রেনের টিকিট পেতে ভোর থেকেই অপেক্ষা

আমার বার্তা অনলাইন
২৭ মার্চ ২০২৫, ১২:০১

ঈদযাত্রায় আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি আগেই শেষ হয়েছে। এখন চলছে ঈদযাত্রা। শতভাগ অনলাইনে বিক্রি হয়েছে এসব টিকিট। ঘরে ফেরা মানুষের ভিড়ও আজ বেড়েছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। আন্তঃনগর ট্রেনে ভোগান্তি না থাকলেও ব্যতিক্রম রয়েছে কমিউটার ট্রেনের ক্ষেত্রে।

কমিউটার ট্রেনগুলোর টিকিট দেওয়া হয় যাত্রার দুই ঘণ্টা আগে থেকে। আর এসব ট্রেনের টিকিট পেতে সকাল থেকেই টিকিট কাউন্টারে ভিড় করেছেন যাত্রীরা। অনেকেই সেহরি খেয়েই চলে এসেছেন স্টেশনে। তাদের দীর্ঘ অপেক্ষা টিকিট কেটে আসন পাওয়ার জন্য। কাউন্টার থেকেই তাদের টিকিট মিলছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে এসব চিত্র উঠে এসেছে।

সকালে কথা হয় মহুয়া কমিউটার ট্রেনের টিকিটপ্রত্যাশী শাহাবুলের সঙ্গে। পরিবার নিয়ে সেহরি খেয়েই তিনি স্টেশনে চলে এসেছেন। শাহাবুল বলেন, কমিউটার ট্রেনের দুটি আসনের বিপরীতে তিনটি টিকিট কাটতে হয়। এর মধ্যে দুটির আসন নম্বর থাকে। অন্যটি দাঁড়ানো টিকিট। দেরি করলে দুই আসনের বিপরীতে চারটি টিকিট কাটতে হয়। কারণ আসন কম, যাত্রী বেশি হলে এমনটা করা হয়। এ কারণে সেহরি খেয়েই চলে এসেছি। দুই ঘণ্টার বেশি সময় অপেক্ষার পর টিকিট পেয়েছি। এখন যাত্রার অপেক্ষায় আছি।

মঈন ইসলাম ভোরে এসেছেন নরসিংদী কমিউটার ট্রেনের টিকিট কাটতে। আজই তিনিসহ পরিবারের তিন সদস্যকে নিয়ে গ্রামের বাড়ি যাবেন ঈদ করতে। মঈন বলেন, আমরা ঈদের সময় সাধারণত ট্রেনে চলাচল করে থাকি। সড়ক পথে যানজট থাকে আবার বাড়তি ভাড়াও লাগে। সব দিক বিবেচনা করে আমরা ট্রেনকে বেছে নেই। যদিও টিকিট পেতে কিছুটা কষ্ট হয়। তবুও ভালো ও নিরাপদ যাত্রার কারণে সামান্য কষ্ট মেনে নেই।

এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনে আগাম টিকিটে ঈদযাত্রার আজ (২৭ মার্চ) চতুর্থ দিন। গত ১৭ মার্চ যারা টিকিট কিনেছেন তারা আজ ট্রেনে যাত্রা করছেন। এবারের ঈদে সারাদেশে চলাচলকারী ১২০টি আন্তঃনগর ট্রেনের বাইরেও রয়েছে পাঁচজোড়া বিশেষ ট্রেন। তাছাড়া বিভিন্ন লোকাল, কমিউটার ও মেইল ট্রেন চলাচল করছে।

অন্যদিকে গত কয়েক দিনের তুলনায় আজ যাত্রী বেড়েছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। সকাল থেকে সব ট্রেনই ছাড়ছে নির্দিষ্ট সময়ে। কিছুটা বিলম্ব হয়েছে শুধু চিলাহাটি অভিমুখী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের। এবারের ঈদযাত্রায় ট্রেনের সূচি বজায় রাখা ও শিডিউল বিপর্যয় নিরসনে ঢাকাগামী ৯টি ট্রেনের বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন জানান, সাধারণত ঈদে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সবচেয়ে বেশি ঘরমুখো মানুষ ট্রেনযোগে ঈদযাত্রা করেন। এ কারণেই বাড়তি নজর রয়েছে কমলাপুরে। যাত্রীদের নিরাপদ যাত্রা সফল করতে আমরা বদ্ধপরিকর।

অন্যদিকে ঈদযাত্রা নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও উৎসবমুখর করতে কমলাপুর রেলওয়ে স্টেশনে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। টিকিট কাউন্টার, প্ল্যাটফর্মসহ সব জায়গায় র্যাব, পুলিশ, আনসার সদস্যের পাশাপাশি রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনীর উপস্থিতি চোখে পড়েছে।

এবার ঈদের ফিরতি টিকিট বিক্রি হচ্ছে ৩ এপ্রিল থেকে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আজ বৃহস্পতিবার পাওয়া যাচ্ছে আগামী ৬ এপ্রিলের টিকিট। একইভাবে ২৮, ২৯ ও ৩০ মার্চ পাওয়া যাবে যথাক্রমে ৭, ৮ ও ৯ এপ্রিলের টিকিট। তাছাড়া যাত্রীদের ভ্রমণের সুবিধায় গতকাল বুধবার (২৬ মার্চ) থেকে জয়দেবপুর স্টেশন থেকে ঢাকামুখী এবং ঢাকা স্টেশন থেকে জয়দেবপুরমুখী ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হচ্ছ না।

পুলিশের পিকআপভ্যানের ধাক্কায় এসআইসহ আহত ৩

নারায়ণগঞ্জের কাঁচপুর মেঘনা ব্রিজে ইউটার্ন করার সময় পুলিশের পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা

নয়াপল্টনে মুছাব্বিরের জানাজা অনুষ্ঠিত

দুর্বৃত্তের গুলিতে নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরের প্রথম

চীনা নাগরিকদের হাত ধরে ঢাকায় গড়ে উঠেছিলো ভুয়া আইফোন কারখানা

চাইনিজ নাগরিকদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে রাজধানীতে গড়ে উঠেছিল একটি অবৈধ আইফোন সংযোজন কারখানা। কর ফাঁকি দিয়ে

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের ৫ দফা দাবি

রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের পিকআপভ্যানের ধাক্কায় এসআইসহ আহত ৩

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অত্যাবশ্যকীয় সেবার মেয়াদ বাড়ল

পাবনায়-১ ও ২ আসনে ভোট কার্যক্রম বন্ধ

আবারও ইরানকে হুমকি দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রকে ২০ শতাংশ শুল্ক কমানোর প্রস্তাব খলিলুর রহমানের

৯ জানুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

প্রাণিস্বাস্থ্য ও পুষ্টি নিরাপত্তায় সরকারি-বেসরকারি খাতের সমন্বয় দরকার

ভারতে না যাওয়ার সিদ্ধান্ত যদি বদলাতে হয় তখন

সরকারকে বেকায়দায় ফেলতেই লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি

পাঁচ প্রকল্পে বাংলাদেশকে ২ কোটি ১৮ লাখ ইউরো অনুদান দেবে জার্মানি

মারকোসুর বাজারে পোশাক রপ্তানির প্রবেশদ্বার হতে পারে উরুগুয়ে: বিজিএমইএ

মরক্কো-মার্কিন ঐতিহাসিক কৌশলগত অংশীদারিত্ব সম্পর্ক উদযাপন

ভারত একজনকে নিরাপত্তা দিতে না পারলে পুরো টিমকে কীভাবে দেবে

আইসিসিবিতে ৩ দিন ব্যাপী আন্তর্জাতিক প্রাণিস্বাস্থ্য প্রদর্শনী শুরু

সুষ্ঠুভাবে জকসু সম্পন্ন করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাল জবি প্রশাসন

ভারতীয়দের পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করল বাংলাদেশ

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

কোম্পানির অপরাধে থাকবে শুধু অর্থদণ্ডের বিধান: শফিকুল আলম

কুমিল্লা-২ আসনের সীমানা আগের অবস্থায় ফেরাতে হাইকোর্টের নির্দেশ

কোনো দেশের আচরণ মর্যাদাহানিকর হলে জবাব দেওয়ার অধিকার রাখি