ই-পেপার মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

কমিউটার ট্রেনের টিকিট পেতে ভোর থেকেই অপেক্ষা

আমার বার্তা অনলাইন
২৭ মার্চ ২০২৫, ১২:০১

ঈদযাত্রায় আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি আগেই শেষ হয়েছে। এখন চলছে ঈদযাত্রা। শতভাগ অনলাইনে বিক্রি হয়েছে এসব টিকিট। ঘরে ফেরা মানুষের ভিড়ও আজ বেড়েছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। আন্তঃনগর ট্রেনে ভোগান্তি না থাকলেও ব্যতিক্রম রয়েছে কমিউটার ট্রেনের ক্ষেত্রে।

কমিউটার ট্রেনগুলোর টিকিট দেওয়া হয় যাত্রার দুই ঘণ্টা আগে থেকে। আর এসব ট্রেনের টিকিট পেতে সকাল থেকেই টিকিট কাউন্টারে ভিড় করেছেন যাত্রীরা। অনেকেই সেহরি খেয়েই চলে এসেছেন স্টেশনে। তাদের দীর্ঘ অপেক্ষা টিকিট কেটে আসন পাওয়ার জন্য। কাউন্টার থেকেই তাদের টিকিট মিলছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে এসব চিত্র উঠে এসেছে।

সকালে কথা হয় মহুয়া কমিউটার ট্রেনের টিকিটপ্রত্যাশী শাহাবুলের সঙ্গে। পরিবার নিয়ে সেহরি খেয়েই তিনি স্টেশনে চলে এসেছেন। শাহাবুল বলেন, কমিউটার ট্রেনের দুটি আসনের বিপরীতে তিনটি টিকিট কাটতে হয়। এর মধ্যে দুটির আসন নম্বর থাকে। অন্যটি দাঁড়ানো টিকিট। দেরি করলে দুই আসনের বিপরীতে চারটি টিকিট কাটতে হয়। কারণ আসন কম, যাত্রী বেশি হলে এমনটা করা হয়। এ কারণে সেহরি খেয়েই চলে এসেছি। দুই ঘণ্টার বেশি সময় অপেক্ষার পর টিকিট পেয়েছি। এখন যাত্রার অপেক্ষায় আছি।

মঈন ইসলাম ভোরে এসেছেন নরসিংদী কমিউটার ট্রেনের টিকিট কাটতে। আজই তিনিসহ পরিবারের তিন সদস্যকে নিয়ে গ্রামের বাড়ি যাবেন ঈদ করতে। মঈন বলেন, আমরা ঈদের সময় সাধারণত ট্রেনে চলাচল করে থাকি। সড়ক পথে যানজট থাকে আবার বাড়তি ভাড়াও লাগে। সব দিক বিবেচনা করে আমরা ট্রেনকে বেছে নেই। যদিও টিকিট পেতে কিছুটা কষ্ট হয়। তবুও ভালো ও নিরাপদ যাত্রার কারণে সামান্য কষ্ট মেনে নেই।

এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনে আগাম টিকিটে ঈদযাত্রার আজ (২৭ মার্চ) চতুর্থ দিন। গত ১৭ মার্চ যারা টিকিট কিনেছেন তারা আজ ট্রেনে যাত্রা করছেন। এবারের ঈদে সারাদেশে চলাচলকারী ১২০টি আন্তঃনগর ট্রেনের বাইরেও রয়েছে পাঁচজোড়া বিশেষ ট্রেন। তাছাড়া বিভিন্ন লোকাল, কমিউটার ও মেইল ট্রেন চলাচল করছে।

অন্যদিকে গত কয়েক দিনের তুলনায় আজ যাত্রী বেড়েছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। সকাল থেকে সব ট্রেনই ছাড়ছে নির্দিষ্ট সময়ে। কিছুটা বিলম্ব হয়েছে শুধু চিলাহাটি অভিমুখী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের। এবারের ঈদযাত্রায় ট্রেনের সূচি বজায় রাখা ও শিডিউল বিপর্যয় নিরসনে ঢাকাগামী ৯টি ট্রেনের বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন জানান, সাধারণত ঈদে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সবচেয়ে বেশি ঘরমুখো মানুষ ট্রেনযোগে ঈদযাত্রা করেন। এ কারণেই বাড়তি নজর রয়েছে কমলাপুরে। যাত্রীদের নিরাপদ যাত্রা সফল করতে আমরা বদ্ধপরিকর।

অন্যদিকে ঈদযাত্রা নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও উৎসবমুখর করতে কমলাপুর রেলওয়ে স্টেশনে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। টিকিট কাউন্টার, প্ল্যাটফর্মসহ সব জায়গায় র্যাব, পুলিশ, আনসার সদস্যের পাশাপাশি রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনীর উপস্থিতি চোখে পড়েছে।

এবার ঈদের ফিরতি টিকিট বিক্রি হচ্ছে ৩ এপ্রিল থেকে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আজ বৃহস্পতিবার পাওয়া যাচ্ছে আগামী ৬ এপ্রিলের টিকিট। একইভাবে ২৮, ২৯ ও ৩০ মার্চ পাওয়া যাবে যথাক্রমে ৭, ৮ ও ৯ এপ্রিলের টিকিট। তাছাড়া যাত্রীদের ভ্রমণের সুবিধায় গতকাল বুধবার (২৬ মার্চ) থেকে জয়দেবপুর স্টেশন থেকে ঢাকামুখী এবং ঢাকা স্টেশন থেকে জয়দেবপুরমুখী ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হচ্ছ না।

রামপুরায় সিএনজির ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু

আজ (মঙ্গলবার) বেলা পৌনে ১১টার দিকে ঢামেকের জরুরি বিভাগে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেকে) চিকিৎসাধীন

মোহাম্মদপুরে সেনা অভিযানে বিদেশি পিস্তল ও পেট্রোল বোমা উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, পেট্রোল বোমা ও মাদক

পল্লবীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৪

ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। গ্রেফতাররা হলেন- মো.

শহীদ হাদি হত্যার বিচার দাবিতে চতুর্থ দিনের মতো শাহবাগ অবরোধ

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে চতুর্থ দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্মোচিত হলো সম্মিলিত ইসলামী ব্যাংকের লোগো

২ জানুয়ারির প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে আসছেন জয়শঙ্কর

২০২৬ সালের প্রাথমিক বৃত্তিসহ সব পরীক্ষার সময়সূচি প্রকাশ

এবার পবিত্র রমজান মাসে খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

রাষ্ট্রীয় শোকের মধ্যেই বছরের প্রথমদিনে হবে বই বিতরণ

কক্সবাজারের চারটি সংসদীয় আসনে ২৩ প্রার্থীর মনোনয়ন জমা

খালেদা জিয়াকে সমাহিত করার প্রস্তুতি নিচ্ছে সরকার

ইয়েমেনি বন্দরে সৌদি আরবের নেতৃত্বে বিমান হামলা

খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

আইএসের বিরুদ্ধে তুরস্ক জুড়ে অভিযান, গ্রেপ্তার ৩৫৭

জিয়া উদ্যানে খালেদা জিয়ার কবরের স্থান পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

খালেদা জিয়ার মৃত্যুতে মোনাজাতে কাঁদলেন নারী নেত্রীরা

খালেদা জিয়া দেশের স্বার্থে যেসব পদক্ষেপ নিয়েছিলেন

খালেদা জিয়ার জানাজায় ডাকসুর পক্ষ থেকে ১০টি বাসের ব্যবস্থা

অপারেশন ডেভিল হান্ট: সীতাকুন্ডে কোস্ট গার্ডের অভিযানে আটক ১

রামপুরায় সিএনজির ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু

বিএনপিতে ফিরলেন সংগীতশিল্পী মনির খান

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমানকে চীনা রাষ্ট্রদূতের বার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের শোক প্রকাশ