ই-পেপার বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২

কমিউটার ট্রেনের টিকিট পেতে ভোর থেকেই অপেক্ষা

আমার বার্তা অনলাইন
২৭ মার্চ ২০২৫, ১২:০১

ঈদযাত্রায় আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি আগেই শেষ হয়েছে। এখন চলছে ঈদযাত্রা। শতভাগ অনলাইনে বিক্রি হয়েছে এসব টিকিট। ঘরে ফেরা মানুষের ভিড়ও আজ বেড়েছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। আন্তঃনগর ট্রেনে ভোগান্তি না থাকলেও ব্যতিক্রম রয়েছে কমিউটার ট্রেনের ক্ষেত্রে।

কমিউটার ট্রেনগুলোর টিকিট দেওয়া হয় যাত্রার দুই ঘণ্টা আগে থেকে। আর এসব ট্রেনের টিকিট পেতে সকাল থেকেই টিকিট কাউন্টারে ভিড় করেছেন যাত্রীরা। অনেকেই সেহরি খেয়েই চলে এসেছেন স্টেশনে। তাদের দীর্ঘ অপেক্ষা টিকিট কেটে আসন পাওয়ার জন্য। কাউন্টার থেকেই তাদের টিকিট মিলছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে এসব চিত্র উঠে এসেছে।

সকালে কথা হয় মহুয়া কমিউটার ট্রেনের টিকিটপ্রত্যাশী শাহাবুলের সঙ্গে। পরিবার নিয়ে সেহরি খেয়েই তিনি স্টেশনে চলে এসেছেন। শাহাবুল বলেন, কমিউটার ট্রেনের দুটি আসনের বিপরীতে তিনটি টিকিট কাটতে হয়। এর মধ্যে দুটির আসন নম্বর থাকে। অন্যটি দাঁড়ানো টিকিট। দেরি করলে দুই আসনের বিপরীতে চারটি টিকিট কাটতে হয়। কারণ আসন কম, যাত্রী বেশি হলে এমনটা করা হয়। এ কারণে সেহরি খেয়েই চলে এসেছি। দুই ঘণ্টার বেশি সময় অপেক্ষার পর টিকিট পেয়েছি। এখন যাত্রার অপেক্ষায় আছি।

মঈন ইসলাম ভোরে এসেছেন নরসিংদী কমিউটার ট্রেনের টিকিট কাটতে। আজই তিনিসহ পরিবারের তিন সদস্যকে নিয়ে গ্রামের বাড়ি যাবেন ঈদ করতে। মঈন বলেন, আমরা ঈদের সময় সাধারণত ট্রেনে চলাচল করে থাকি। সড়ক পথে যানজট থাকে আবার বাড়তি ভাড়াও লাগে। সব দিক বিবেচনা করে আমরা ট্রেনকে বেছে নেই। যদিও টিকিট পেতে কিছুটা কষ্ট হয়। তবুও ভালো ও নিরাপদ যাত্রার কারণে সামান্য কষ্ট মেনে নেই।

এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনে আগাম টিকিটে ঈদযাত্রার আজ (২৭ মার্চ) চতুর্থ দিন। গত ১৭ মার্চ যারা টিকিট কিনেছেন তারা আজ ট্রেনে যাত্রা করছেন। এবারের ঈদে সারাদেশে চলাচলকারী ১২০টি আন্তঃনগর ট্রেনের বাইরেও রয়েছে পাঁচজোড়া বিশেষ ট্রেন। তাছাড়া বিভিন্ন লোকাল, কমিউটার ও মেইল ট্রেন চলাচল করছে।

অন্যদিকে গত কয়েক দিনের তুলনায় আজ যাত্রী বেড়েছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। সকাল থেকে সব ট্রেনই ছাড়ছে নির্দিষ্ট সময়ে। কিছুটা বিলম্ব হয়েছে শুধু চিলাহাটি অভিমুখী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের। এবারের ঈদযাত্রায় ট্রেনের সূচি বজায় রাখা ও শিডিউল বিপর্যয় নিরসনে ঢাকাগামী ৯টি ট্রেনের বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন জানান, সাধারণত ঈদে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সবচেয়ে বেশি ঘরমুখো মানুষ ট্রেনযোগে ঈদযাত্রা করেন। এ কারণেই বাড়তি নজর রয়েছে কমলাপুরে। যাত্রীদের নিরাপদ যাত্রা সফল করতে আমরা বদ্ধপরিকর।

অন্যদিকে ঈদযাত্রা নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও উৎসবমুখর করতে কমলাপুর রেলওয়ে স্টেশনে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। টিকিট কাউন্টার, প্ল্যাটফর্মসহ সব জায়গায় র্যাব, পুলিশ, আনসার সদস্যের পাশাপাশি রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনীর উপস্থিতি চোখে পড়েছে।

এবার ঈদের ফিরতি টিকিট বিক্রি হচ্ছে ৩ এপ্রিল থেকে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আজ বৃহস্পতিবার পাওয়া যাচ্ছে আগামী ৬ এপ্রিলের টিকিট। একইভাবে ২৮, ২৯ ও ৩০ মার্চ পাওয়া যাবে যথাক্রমে ৭, ৮ ও ৯ এপ্রিলের টিকিট। তাছাড়া যাত্রীদের ভ্রমণের সুবিধায় গতকাল বুধবার (২৬ মার্চ) থেকে জয়দেবপুর স্টেশন থেকে ঢাকামুখী এবং ঢাকা স্টেশন থেকে জয়দেবপুরমুখী ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হচ্ছ না।

ঢাকায় আজ আনসার ও ভিডিপির সুসংগঠিত নিরাপত্তা জোড়দার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানী ঢাকায় আজ ভিন্ন আমাজে বিমানবন্দর হতে

রিহ্যাব আয়োজিত আবাসন বুকিং এ ২০ শতাংশ ছাড়

রাজধানীতে চলমান আবাসন মেলা উপলক্ষে প্রোপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড (পিডিএল) ফ্ল্যাট ক্রেতাদের জন্য বিশেষ ছাড় ও

এভারকেয়ারের সামনে কড়া নিরাপত্তা, ভীড় বাড়ছে নেতাকর্মীদের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে মানুষের ঢল নেমেছে। আজ বৃহস্পতিবার সকাল

বিমানবন্দর সড়কে গাড়ি নেই, হেঁটে গন্তব্যে যাচ্ছেন মানুষজন

নির্বাসনের ১৭ বছরের অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওড়িশায় বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গের মুসলিম যুবককে পিটিয়ে হত্যা

রাসুল (সা.)-এর ন্যায়পরায়ণতার আলোকে দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের

সোমবার থেকে আমানতের অর্থ ফেরত পাবেন পাঁচ ব্যাংকের গ্রাহকরা

ভারতে পালানোর সময় ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

মা বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তারেক রহমান

তারেক রহমানের ফেরা গণতান্ত্রিক প্রক্রিয়াকে সংহত করবে: জিএম কাদের

জবির 'এ' ও 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ ডিসেম্বর

জাতির উদ্দেশে তারেক রহমানের পূর্ণাঙ্গ ঐতিহাসিক ভাষণ

এনসিপি ৩০ আসনের জন্য জামায়াতের সঙ্গে জোটে গেলে আত্মঘাতী হবে

হাতিয়ায় চর দখল নিয়ে সংঘর্ষে ৫ জন নিহতের ঘটনায় মামলা

দেশে ফেরায় তারেক রহমানকে স্বাগত জানালেন জামায়াত আমির

জকসু নির্বাচনে ভোট গণনা হবে ওএমআর মেশিনে

ওসমান হাদিকে হত্যায় ভারতকে অভিযুক্ত করে বিশ্বব্যাপী শিখদের বিক্ষোভ

ঢাকায় আজ আনসার ও ভিডিপির সুসংগঠিত নিরাপত্তা জোড়দার

শহীদ ওসমান হাদির স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই: তারেক রহমান

তারেক রহমানের প্রত্যাবর্তন গণতান্ত্রিক লড়াইয়ের প্রতিফলন: নাহিদ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে

চাপে আছি, প্রচণ্ড চাপ : চট্টগ্রামের মালিকানা বদল প্রসঙ্গে মিঠু

আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার: তারেক রহমান

আই হ্যাভ আ প্ল্যান ফর দ্য পিপল অব মাই কান্ট্রি: তারেক রহমান