ই-পেপার সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২

কমিউটার ট্রেনের টিকিট পেতে ভোর থেকেই অপেক্ষা

আমার বার্তা অনলাইন
২৭ মার্চ ২০২৫, ১২:০১

ঈদযাত্রায় আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি আগেই শেষ হয়েছে। এখন চলছে ঈদযাত্রা। শতভাগ অনলাইনে বিক্রি হয়েছে এসব টিকিট। ঘরে ফেরা মানুষের ভিড়ও আজ বেড়েছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। আন্তঃনগর ট্রেনে ভোগান্তি না থাকলেও ব্যতিক্রম রয়েছে কমিউটার ট্রেনের ক্ষেত্রে।

কমিউটার ট্রেনগুলোর টিকিট দেওয়া হয় যাত্রার দুই ঘণ্টা আগে থেকে। আর এসব ট্রেনের টিকিট পেতে সকাল থেকেই টিকিট কাউন্টারে ভিড় করেছেন যাত্রীরা। অনেকেই সেহরি খেয়েই চলে এসেছেন স্টেশনে। তাদের দীর্ঘ অপেক্ষা টিকিট কেটে আসন পাওয়ার জন্য। কাউন্টার থেকেই তাদের টিকিট মিলছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে এসব চিত্র উঠে এসেছে।

সকালে কথা হয় মহুয়া কমিউটার ট্রেনের টিকিটপ্রত্যাশী শাহাবুলের সঙ্গে। পরিবার নিয়ে সেহরি খেয়েই তিনি স্টেশনে চলে এসেছেন। শাহাবুল বলেন, কমিউটার ট্রেনের দুটি আসনের বিপরীতে তিনটি টিকিট কাটতে হয়। এর মধ্যে দুটির আসন নম্বর থাকে। অন্যটি দাঁড়ানো টিকিট। দেরি করলে দুই আসনের বিপরীতে চারটি টিকিট কাটতে হয়। কারণ আসন কম, যাত্রী বেশি হলে এমনটা করা হয়। এ কারণে সেহরি খেয়েই চলে এসেছি। দুই ঘণ্টার বেশি সময় অপেক্ষার পর টিকিট পেয়েছি। এখন যাত্রার অপেক্ষায় আছি।

মঈন ইসলাম ভোরে এসেছেন নরসিংদী কমিউটার ট্রেনের টিকিট কাটতে। আজই তিনিসহ পরিবারের তিন সদস্যকে নিয়ে গ্রামের বাড়ি যাবেন ঈদ করতে। মঈন বলেন, আমরা ঈদের সময় সাধারণত ট্রেনে চলাচল করে থাকি। সড়ক পথে যানজট থাকে আবার বাড়তি ভাড়াও লাগে। সব দিক বিবেচনা করে আমরা ট্রেনকে বেছে নেই। যদিও টিকিট পেতে কিছুটা কষ্ট হয়। তবুও ভালো ও নিরাপদ যাত্রার কারণে সামান্য কষ্ট মেনে নেই।

এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনে আগাম টিকিটে ঈদযাত্রার আজ (২৭ মার্চ) চতুর্থ দিন। গত ১৭ মার্চ যারা টিকিট কিনেছেন তারা আজ ট্রেনে যাত্রা করছেন। এবারের ঈদে সারাদেশে চলাচলকারী ১২০টি আন্তঃনগর ট্রেনের বাইরেও রয়েছে পাঁচজোড়া বিশেষ ট্রেন। তাছাড়া বিভিন্ন লোকাল, কমিউটার ও মেইল ট্রেন চলাচল করছে।

অন্যদিকে গত কয়েক দিনের তুলনায় আজ যাত্রী বেড়েছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। সকাল থেকে সব ট্রেনই ছাড়ছে নির্দিষ্ট সময়ে। কিছুটা বিলম্ব হয়েছে শুধু চিলাহাটি অভিমুখী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের। এবারের ঈদযাত্রায় ট্রেনের সূচি বজায় রাখা ও শিডিউল বিপর্যয় নিরসনে ঢাকাগামী ৯টি ট্রেনের বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন জানান, সাধারণত ঈদে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সবচেয়ে বেশি ঘরমুখো মানুষ ট্রেনযোগে ঈদযাত্রা করেন। এ কারণেই বাড়তি নজর রয়েছে কমলাপুরে। যাত্রীদের নিরাপদ যাত্রা সফল করতে আমরা বদ্ধপরিকর।

অন্যদিকে ঈদযাত্রা নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও উৎসবমুখর করতে কমলাপুর রেলওয়ে স্টেশনে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। টিকিট কাউন্টার, প্ল্যাটফর্মসহ সব জায়গায় র্যাব, পুলিশ, আনসার সদস্যের পাশাপাশি রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনীর উপস্থিতি চোখে পড়েছে।

এবার ঈদের ফিরতি টিকিট বিক্রি হচ্ছে ৩ এপ্রিল থেকে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আজ বৃহস্পতিবার পাওয়া যাচ্ছে আগামী ৬ এপ্রিলের টিকিট। একইভাবে ২৮, ২৯ ও ৩০ মার্চ পাওয়া যাবে যথাক্রমে ৭, ৮ ও ৯ এপ্রিলের টিকিট। তাছাড়া যাত্রীদের ভ্রমণের সুবিধায় গতকাল বুধবার (২৬ মার্চ) থেকে জয়দেবপুর স্টেশন থেকে ঢাকামুখী এবং ঢাকা স্টেশন থেকে জয়দেবপুরমুখী ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হচ্ছ না।

শহীদ হাদি হত্যার বিচার দাবিতে চতুর্থ দিনের মতো শাহবাগ অবরোধ

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে চতুর্থ দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানবন্ধনে হামলা

রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। এসময় মানবন্ধনে হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ

ফের শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ, যানচলাচল বন্ধ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে ফের শাহবাগ মোড় অবরোধ করেছেন মঞ্চের নেতাকর্মীরা।

অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান, সম্পাদক মিজান

দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোর অনলাইন ও ডিজিটাল বিভাগের প্রধানদের সংগঠন অনলাইন এডিটরস অ্যালায়েন্স (ওইএ)-এর নতুন কার্যনির্বাহী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনোনয়নপত্র জমা দিয়ে তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানালেন ফখরুল

শহীদ হাদি হত্যার বিচার দাবিতে চতুর্থ দিনের মতো শাহবাগ অবরোধ

যত বড় অপরাধীই হোক, পিটিয়ে মারা গ্রহণযোগ্য নয়: ধর্ম উপদেষ্টা

নির্বাচন না করার ঘোষণা দিলেন আনোয়ার হোসেন মঞ্জু

এবার বদলানো যাবে পুরোনো ই-মেইল অ্যাড্রেস

শেষ দিনে দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানবন্ধনে হামলা

নির্বাচনকে টার্গেট করে অবৈধ অস্ত্র ঢুকছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

দীর্ঘদিন পর মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে: মির্জা ফখরুল

পোষ্য বিড়াল জেবু থেকে শিখলেন ধৈর্য ও মমতা

কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পদক পেলেন ৭২ বিজিবি সদস্য

গাজা পরিকল্পনার পরবর্তী ধাপ নিয়ে বৈঠক করবেন ট্রাম্প-নেতানিয়াহু

১ জানুয়ারি শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা

বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে ডা. জুবাইদা

শীত নিয়ে সারা দেশের জন্য দুঃসংবাদ 

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা

পারমাণবিক শক্তি ‘সীমাহীনভাবে’ বাড়ানোর নির্দেশ কিমের

মান্নাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে চেম্বার আদালতের নির্দেশ

নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর করতে বিজিবিকে প্রস্তুতির নির্দেশ