রাজধানীর হাতিরঝিল থানার মোড়লগল্লি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত আরিফ সরদার (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আরিফ মাদারীপুরের শিবচর উপজেলার পাথচর হুগলা বালি কান্দি গ্রামের গিয়াস উদ্দিন সরদারের ছেলে। ডেমরা স্টাফ কোয়ার্টারে ভাড়া থাকেন। তিনি ওই এলাকার ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের একজন সদস্য।
সোমবার (২১এপ্রিল) সকালের দিকে ঢামেকের আইসিইউর ২২ নং বেডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেন হাতিরঝিল থানার
উপ-পরিদর্শক (এসআই) মোঃ রাসেল। তিনি জানান গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে আজ সকালের দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
এস আই আরও জানান, আমরা চিকিৎসকের কাছ থেকে জানতে পেরেছি
দুর্বৃত্তদের একটি গুলি আরিফের মুখের ডান পাশে দিয়ে ঢুকে কপালের বাম পাশ দিয়ে বের হয়ে যায়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।
৩৬ নাম্বার ওয়ার্ড যুবদলের সহসভাপতি রিপন মিয়া বলেন, ‘আরিফ ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের একজন সদস্য এবং তিনি একটি ওয়ার্কশপে কাজ করে। গত শনিবার রাতে দুর্বৃত্তরা তাঁকে গুলি করে এবং ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় খবর পেয়ে পুলিশ সদস্য এবং আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এসেছিলাম। পরে আজ সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
আমার বার্তা/জেএইচ