রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। তারা প্রত্যেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরের দিকে উদ্ধার করে তাদেরকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।
তারা হলো, ঢাকা কলেজের মোঃ নাজমুস সাকিব (১৮), রাজিন(১৮), সিটি কলেজের মোঃ শামীম(১৮), চন্দ্রিমা মার্কেটের কর্মচারী সানি(৩০) ও শিক্ষার্থী মো সিয়াম (১৭)।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক ঢাকা কলেজের এক শিক্ষার্থী জানায়, গতকাল সিটি কলেজের শিক্ষার্থীরা আমাদের কয়েকজন শিক্ষার্থীকে মারপিট করে।তারই জেরে আজকে এই ঘটনা ঘটে থাকতে পারে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান,ঢাকা কলেজ ও সিটি কলেজে সংঘর্ষে এখন শিক্ষার্থীসহ আহত ৫ জন হাসপাতালের জরুরি বিভাগে এসেছেন। তাদের মাথায় আঘাতের চিহ্ন এবং সিটি কলেজের শিক্ষার্থীর শামীমের কোমরে ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে। চিকিৎসক জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক।
আমার বার্তা/জেএইচ