চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানার কালুরঘাট বিসিক শিল্প এলাকার বেডিং কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর শনিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা কফিল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কাদের বেডিং নামে একটি জুট-ফাইবার প্রক্রিয়াজাতকরণ কারখানায় আগুন লাগে শনিবার সকাল ৯টার দিকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কালুরঘাট, বায়েজিদ, চন্দনপুরা স্টেশনের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে জানা যাবে।
আমার বার্তা/জেএইচ