ই-পেপার শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২

খুনিদের বিচার-শাস্তির কথা জুলাই ঘোষণাপত্রে থাকতে হবে: সারজিস আলম

অনলাইন ডেস্ক:
১০ জানুয়ারি ২০২৫, ১৮:৫৪

জুলাই ঘোষণাপত্রে স্বৈরাচারী খুনি হাসিনার বিচার বাংলার মানুষ দেখতে চায় বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (১০ জানুয়ারি) ভোলায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের জনমত তৈরিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

এর আগে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির পক্ষে ভোলা বাংলা স্কুল মোড়, সদর রোড, নতুন বাজার এলাকায় লিফলেট বিতরণ করেন। পরে সরকারি স্কুল সংলগ্ন ইলিশা ফোয়ারা মোড়ে পথসভায় বক্তব্য দেন সারজিস।

সারজিস আলম বলেন, গত ১৫ বছর ধরে বাংলাদেশের জনগণ একটি নজিরবিহীন ফ্যাসিবাদী ও মাফিয়া শাসনের অধীনে চরম জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে। তাই বাংলার মানুষের হাতে হাত রেখে বাংলার মাটি থেকে স্বৈরাচার হাসিনা সরকারকে লড়াই করে বিদায় করছি।

তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে- খুনি হাসিনাসহ যাদের নির্দেশে এত মানুষকে খুন করা হয়েছে, রক্ত ঝরানো হয়েছে, তাদের বিচার এবং শাস্তির কথা স্পষ্ট করে এই ঘোষণাপত্রে থাকতে হবে। আমরা সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেছি, তারা একাত্মতা পোষণ করেছেন। আমাদের ৭ দফা দাবিকে যৌক্তিক বলে জানিয়েছেন।

সারজিস বলেন, আমরা আশা করি, গণঅভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আহতদের সরকারি খরচে চিকিৎসা, আওয়ামী খুনি ও তাদের দোসরদের বিচার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব পরিষ্কারভাবে উল্লেখসহ সাত দফা যৌক্তিক দাবি নিয়ে জুলাই ঘোষণাপত্র রাষ্ট্র দ্রুত বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, এতদিন মানুষ দেখেছে কেবল ভোটের সময় রাজনৈতিক দলের নেতারা তাদের কাছে আসেন। স্বৈরশাসক শেখ হাসিনার আমলে ভোট চাইতেও কেউ আসেনি। আমরা এর পরিবর্তন চেয়েছি। আমরা যে বিশ্বাস ধারণ করি, ১৫ বছরের নজিরবিহীন ফ্যাসিবাদী ও মাফিয়া শাসনের চরম জুলুম ও নির্যাতনের অবসান করতে পেরেছি। বাংলার মাটি থেকে স্বৈরাচার হাসিনাকে লড়াই করে বিদায় করেছি। তাই ঘোষণাপত্রে কী থাকা প্রয়োজন- তা সাধারণ মানুষকে জানাতে আমরা সারা দেশের মতো দ্বীপ জেলা ভোলায় এসেছি।

এ সময় তিনি দ্বীপ জেলা ভোলার গ্যাসের মজুত প্রসঙ্গ তুলে ধরে বলেন, যে জেলায় গ্যাসের মজুত রয়েছে, তারা কেন বাসা বাড়িতে গ্যাসের ব্যবহার করতে পারবেন না। যে জেলার অসুস্থ মানুষকে চিকিৎসার জন্য ঢাকা, বরিশাল নিতে পথে মারা যান, সেই জেলায় কেন মেডিকেল কলেজ হবে না। এমন বৈষম্য দূর করতেই আমরা আন্দোলন করেছি।

জুলাই বিপ্লবে ভোলার ৪৭ জন প্রাণ দিয়েছেন বলেও উল্লেখ করেন সারজিস।

তিনি বলেন, এই ঘোষণাপত্রে প্রত্যেকটি জেলা ও উপজেলার শ্রমিক মেহনতী মানুষের আত্মত্যাগের কথা উঠে আসতে হবে। এটি যেন কয়েকজনের কথা না হয়।

শেখ হাসিনা গোপালগঞ্জে সিন্ডিকেট বসিয়েছে উল্লেখ করে সারজিস বলেন, তার পরিবার প্রত্যেকটি জায়গায় সিন্ডিকেট বসিয়ে জনগণের অধিকার কেড়ে নিয়েছিল। সেগুলোকে শেষ করে সমতার একটি বাংলাদেশ দেখতে চায় বাংলার মানুষ।

এর আগে তিনি ভোলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ জসিম উদ্দিনের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সহানুভূতি জানান। এছাড়াও জসিম উদ্দিনের কবর জিয়ারত করেন তিনি।

কর্মসূচিতে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, সমন্বয়ক এমএ সাঈদ, সহসমন্বয়ক রাসেল মাহমুদ, কেন্দ্রীয় সদস্য আরিফুর রহমান তুহিন, আব্দুল্লাহ আল-মামুন ফয়সাল, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ ভোলার সমন্বয়ক ও ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/জেএইচ

সড়ক দুর্ঘটনায় পথে প্রাণ গেল স্বামীর, হাসপাতালে স্ত্রীর

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।  শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে

কবিরাজের দেয়া তথ্যে মামলার আসামি করে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কবিরাজের দেয়া তথ্য অনুযায়ী মামলার আসামি করে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। শুক্রবার

কোস্ট গার্ডের অভিযান: পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ৪৪ জনকে উদ্ধার

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ডের অভিযান; পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ৪৪

অনৈতিক সম্পর্কের অভিযোগে পুলিশ কনস্টেবলের সাথে প্রবাসীর স্ত্রীর বিয়ে

গাইবান্ধার সুন্দরগঞ্জে অনৈতিক সম্পর্কের অভিযোগে এক পুলিশ কনস্টেবলকে প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক অংশগ্রহণে সাইবার বুলিং এক বড় বাধা

জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণ করলো থাইল্যান্ড

নতুন চুক্তিতে সই: ২০২৮ সাল পর্যন্ত ইন্টার মিয়ামিতেই মেসি

সড়ক দুর্ঘটনায় পথে প্রাণ গেল স্বামীর, হাসপাতালে স্ত্রীর

কবিরাজের দেয়া তথ্যে মামলার আসামি করে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

কোস্ট গার্ডের অভিযান: পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ৪৪ জনকে উদ্ধার

ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুল পাঁচ দিনের রিমান্ডে

অনৈতিক সম্পর্কের অভিযোগে পুলিশ কনস্টেবলের সাথে প্রবাসীর স্ত্রীর বিয়ে

গাইবান্ধায় সেচপাম্প চালু করতে গিয়ে একসঙ্গে প্রাণ গেল বাবা-ছেলের

পাকিস্তানকে পানি দেবে না আফগানিস্তানও, নদীতে বাঁধ নির্মাণের নির্দেশ

চাকমা শিক্ষিকাকে ধর্ষণ, ত্রিপুরা যুবক গ্রেপ্তার

দ্রুত গতিতে চলছে দেশের বৃহত্তম ক্যাবল স্টেড ব্রিজ নির্মাণ কাজ

অক্টোবরের ২২ দিনে ১৯২ কোটি ডলার রেমিট্যান্স এলো

বায়োমেট্রিক নিবন্ধন না করলে প্রবাসীদের ফেরত পাঠাবে মালদ্বীপ

গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু ২৭ মার্চ

এবার বেতন বাড়ানোর দাবি বিশ্ববিদ্যালয় কর্মচারীদের

মাধ্যমিকে নিয়োগে এন্ট্রি পদ ৯ম গ্রেডসহ ৪-৬ স্তরের পদসোপান দাবি

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিম্নবিত্ত পরিবারের মাঝে ২২টি টিউবওয়েল বিতরণ

জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্পে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত