ই-পেপার বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৩১ পৌষ ১৪৩৩

গোপালগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ২৫

আমার বার্তা অনলাইন
১১ জানুয়ারি ২০২৫, ১০:২৬

গোপালগঞ্জের মুকসুদপুরে নববর্ষের শুভেচ্ছা পোস্টার ও ব্যানার টাঙানোকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। ইটের আঘাতে উভয়পক্ষের সমর্থকদের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় ১০ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় উভয় গ্রুপের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। মুকসুদপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আহত হাবিব মোল্লাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত মিজানুর রহমান, নাজমুল, হাফিজুর রহমান, ওসমান শেখ, মশিউর, আসলাম, আমানত, আরমান হোসাইন হাসপাতালের জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অন্যরা বিভিন্ন ক্লিনিক থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে মুকসুদপুর কাঠপট্টি এলাকার একটি চায়ের দোকানে কেন্দ্রীয় বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক ড. জয়নুল আবেদীন মেজবাহর নববর্ষের শুভেচ্ছা ক্যালেন্ডার টাঙাতে যান সমর্থক জিম মোল্যা। সেখানে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) সেলিমুজ্জামান সেলিমের নববর্ষের শুভেচ্ছা ক্যালেন্ডার সরিয়ে জীম মেজবাহর ক্যালেন্ডার টাঙাতে চাইলে সেলিমুজ্জামান সেলিমের সমর্থকরা বাধা দেয়।

জীমের বাড়ির সামনে সন্ধ্যার দিকে সেলিমুজ্জামানের ব্যানার টাঙাতে গেলে জীম বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সেলিমুজ্জামানের সমর্থকরা জীমের বাবা হাবিব মোল্লাকে বেধড়ক মারপিট করে তাদের ব্যবসা প্রতিষ্ঠান জীম ডায়াগনস্টিক সেন্টার ভাঙচুর করে। এ খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ। থেমে থেমে সংঘর্ষ চলতে থাকে। আতঙ্কে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেন ব্যবসায়ীরা। ভাঙচুর করা হয় তিনটি ডায়াগনস্টিক সেন্টারসহ দশটি ব্যবসা প্রতিষ্ঠান। রাত ৯টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হন।

সেলিমুজ্জামান সেলিমের সমর্থক মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু বলেন, খিপু মিয়ার নির্দেশে মেজবাহর সমর্থকরা সঙ্ঘবদ্ধ হয়ে সেলিমুজ্জামান সেলিমের ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলে। আমরা বাধা দিতে গেলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আমরা এখানে শান্তিপূর্ণভাবে বিএনপি করতে চাই।

জয়নুল আবেদীন মেজবাহর সমর্থক ও মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহসিন খিপু মিয়ার ছেলে ইমন মিয়া দাবি করেছেন, জীম মুকসুদপুর কলেজ ছাত্রদলের সাবেক নেতা। তিনি উপজেলা সদরে মেজবাহর বেশ কিছু ব্যানার টানান। সেখানে জীমের ছবি রয়েছে। শুক্রবার সন্ধ্যায় এসব ব্যানার সেলিমুজ্জামান সেলিমের সমর্থকরা নামিয়ে ফেলেন। এগুলোর ছবি তুলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানাতে বলি। জীম থানায় রওনা দেন। এ সময় সেলিমুজ্জামান সেলিমের সমর্থকরা জীমের বাবা হাবিবুর রহমানকে মারপিট করে। তারপর তাদের ডায়াগনস্টিক সেন্টার ভাঙচুর করে। এ ঘটনাকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার সাথে আমার বাবা কোনোভাবেই জড়িত নয়। সেলিমের লোকজন মুকসুদপুরের শান্তি নষ্ট করতে চায়।

মুকসুদপুর থানার ওসি (তদন্ত) শীতল চন্দ্র পাল জানান, মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। উভয় গ্রুপের নেতার নববর্ষের শুভেচ্ছা ক্যালেন্ডার ও ব্যানার টাঙানো নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। মুকসুদপুর থানা পুলিশ আড়াই ঘণ্টা চেষ্টার পর রাত ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

আমার বার্তা/জেএইচ

আদালতের সামনে ট্রাকের ধাক্কায় বিচারপ্রার্থী নিহত

নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সামনের সড়কে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় এক বিচারপ্রার্থী পথচারীর মৃত্যু

ময়মনসিংহে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭

ময়মনসিংহ নগরীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হ‍্যান্ডকাপসহ আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

রংপুরে বিষাক্ত স্পিরিট পানে মৃতের সংখ্যা বেড়ে ৫

রংপুরের বদরগঞ্জে রেকটিফাইড স্পিরিট পান করে মৃত্যুর সংখ্যা পাঁচজনে দাঁড়িয়েছে। সর্বশেষ মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে

পটুয়াখালী-৩: হাসান মামুন ঘিরে ভোটার ও নেতাকর্মীদের মধ্যে চাঞ্চল্য

সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ও সদ্য সাবেক বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি হাসান মামুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উচ্চচাপ বিশিষ্ট মারাত্মক ঝুঁকিপূর্ণ অবৈধ লাইন উচ্ছেদে বাধা প্রদান

ইসরাইলিদের টাকায় চলা দলে আমি থাকতে পারি না: রেজা কিবরিয়া

কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসানের নির্বাচনে বাধা নেই

দেশের বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা করলে ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনিক্যাল-তাঁতীবাজার অবরোধ ছেড়ে সায়েন্সল্যাবে আসছেন শিক্ষার্থীরা

ব্যবসা সহজ করতে আমলাতান্ত্রিক জটিলতা দূর জরুরি: আমীর খসরু

বিএসসিকে লাভজনক প্রতিষ্ঠান থাকতে হবে: প্রধান উপদেষ্টা

আদালতের সামনে ট্রাকের ধাক্কায় বিচারপ্রার্থী নিহত

শপথ নিলেন ৩ হাজার নবীন বিজিবি সদস্য

কোনো রকম উসকানিতে পা দেব না: মির্জা আব্বাস

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত

১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা

পর্দা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় জবি ছাত্রীসংস্থার মানববন্ধন

বাংলাদেশে ভোটাধিকার পুনরুদ্ধারের সুযোগ এসেছে: ড্যান মজিনা

ময়মনসিংহে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দাবিতে সায়েন্সল্যাব অবরোধ

প্রথমবার ঢাকায় কনফারেন্সে আসছেন আইএফএসি প্রেসিডেন্ট

স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে না সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স

রংপুরে বিষাক্ত স্পিরিট পানে মৃতের সংখ্যা বেড়ে ৫

সার্বভৌমত্ব রক্ষায় জাগ্রত থাকতে বিজিবির নবীন সৈনিকদের আহ্বান