গোপালগঞ্জ শহরবাসীর ঈদ আনন্দ নির্বিঘ্ন করতে শহরের মূল সড়কের সার্ফেসিং কাজ সন্তোষজনক পর্যায়ে আনার প্রত্যাশা গোপালগঞ্জ সড়ক বিভাগের, এমন টার্গেট নিয়েই - রাত মিলে কাজ চলছে দ্রুততার সাথে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, "টেকেরহাট - গোপালগঞ্জ (হরিদাসপুর) - মোল্লাহাট (ঘোনাপাড়া) আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্থতায় উন্নীতকরণ" শীর্ষক প্রকল্পের আওতায় গোপালগঞ্জ শহরাংশের মূল সড়কটি প্যাকেজ-৫ এর অন্তর্ভুক্ত। এ প্যাকেজে সাত (৭) কিলোমিটার সড়ক বিদ্যমান যা ৩৪ ফিট আঞ্চলিক মহাসড়কে উন্নীত হচ্ছে। শহরের জমি অধিগ্রহণ সহ নানান জটিলতাগুলোর ফলপ্রসু এবং জনবান্ধব সমাধান বের করে জেলা প্রশাসক, পুলিশ সুপারের নিবিড় তত্ত্বাবধানে গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্দেশনায় শহরের মূল সড়কের সার্ফেসিং কাজ শুরু হয়েছে। ঈদের সময় শহরের মানুষ পিচঢালা রাস্তা দিয়ে চলাচল করতে পারবে বলে প্রত্যাশা শহরবাসীর।
গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: আজহারুল ইসলাম এ প্রতিবেদককে জানান, এই প্যাকেজের বিভিন্ন কাজসহ পুরো প্রকল্পের কাজসমূহ গতির সাথে চলছে৷ পাশাপাশি চাপতা, ভেন্নাবাড়ির সড়কের কাজ সমাপ্ত হয়েছে।
তিনি আরও জানান, শহরের মিশন স্কুলের সামনের কাজও চলমান। আগামী জুন মাসের মধ্যে সকল কাজ সমাপ্ত করে সাধারণ মানুষের জন্য সড়কটি উন্মুক্ত করে দেয়ার আশা নিয়েই কাজ করে যাচ্ছি।
আমার বার্তা/মিজানুর রহমান মানিক/এমই