মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ইমামপুর ইউনিয়নে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতার ঘোষক, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এলাকার অসহায়দের মাঝে বিএনপির কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, কামরুজ্জামান রতন ভাইয়ের পক্ষ থেকে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ কর্মসূচি পালিত।
বুধবার দুপুর ১২টায় ইমামপুর ইউনিয়ন ৩৩ নং রসুলপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফেরদৌস ভিপি মহনের অর্থায়নে, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক মারুফ মিয়াজীর তত্ত্বাবধানে এই কর্মসূচি পালিত হয়।
বস্ত্র ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মুক্তার হোসেন, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক মারুফ মিয়াজী, সাবেক ছাত্রদল স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফেরদৌস আহমেদ, ইমামপুর ইউনিয়ন বিএনপি নেতা ডাক্তার আলমগীর হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ইমামপুর ইউনিয়ন বিএনপি, যুবদল ও সহযোগী অঙ্গ সংগঠনের একাধিক শীর্ষ নেতাকর্মী।
বস্ত্র ও নগদ অর্থ বিতরণ কর্মসূচির প্রধান আয়োজক ইদ্রিস মিয়াজী ভিপি মহন সংবাদকর্মীদের জানান, বিএনপি কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান ভাইয়ের পক্ষ থেকে বছরের একাধিক সময়ে এলাকায় বিভিন্ন রকমের স্বেচ্ছাসেবী প্রোগ্রামের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো হয়। তারই ধারাবাহিকতায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইমামপুর ইউনিয়নের ৫ শতাধিক নারী-পুরুষকে বস্ত্র ও নগদ অর্থ দেওয়া হয়েছে।