সাভার জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা-জয় বঙ্গবন্ধু' স্লোগান দিয়ে স্বাধীনতা দিবসে অস্থিতিশীল করার চেষ্টায় তিন জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৬ মার্চ) বেলা ১২ ঘটিকার সময় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে একটি দলের নেতা কর্মীরা আওয়ামিলীগ এর পক্ষে স্লোগান দেওয়ার সময় উপস্থিত জনগণের সাথে তাদের একপর্যায়ে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে উপস্থিত জনতা গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পরে তাদের পরিচয় জানা যায় যে তাহারা বঙ্গবন্ধু প্রজন্মলীগের নেতাকর্মী ছিলেন।
আটককৃতরা হচ্ছে, সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ কেন্দ্রীয় সংসদ এর সদস্য মো. শহিদুল ইসলাম (৪৮) ও আশুলিয়ার দক্ষিন গাজীরচট এলাকার মো. সোহেল পারভেজ (৪০)। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ কেন্দ্রীয় সংসদ এর মহাসচিব সেলিম রেজা (৪৫),
এবিষয়ে ৪ জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে আশুলিয়া থানা পুলিশ।